বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

মেয়র হিসেবে নির্বাচিত হলে বরিশালে ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করা হবে : মুফতী ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, আমি বরিশাল নগরবাসীর অধিকার প্রতিষ্ঠার জন্য মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছি। সে হিসেবে বরিশালে ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।

আজ মঙ্গলবার (২৩ মে) বিকেলে নগরীর অক্সফোর্ড মিশন রোডে খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের সাথে মতবিনিময় কালে উপরোক্ত কথা বলেন শায়খে চরমোনাই।

তিনি বলেন, আমার সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের ডাক দিয়েছে। সে লক্ষ্যে আমরা রাজনৈতিক ও ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করার মাধ্যমে বরিশালকে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে চাই।

আজ বিকেলে মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোড, কারিকর বিড়ি ব্রাঞ্চ রোড এবং কাউনিয়া মোতাশার বাজার এলাকায় বিশিষ্ট নাগরিকদের সাথে মতবিনিময় করেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp