অনলাইন ডেস্ক :: ঢাকার ধামরাইয়ে মিনি কাভার্ডভ্যানের চাপায় এক কিশোরী (১৭) নিহত হয়েছেন।
সোমবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, সকালের দিকে বাথুলিতে সড়ক পার হওয়ার সময় স্কয়ার কোম্পানির একটি মিনি কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো ম ১১-২৩১৯) চাপায় গুরুতর আহত হন ওই কিশোরী। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। গাড়ি ও চালককে গ্রেফতার করা হয়েছে।