বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

রুদ্ধশ্বাস ফাইনালে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, টস জিতে চ্যাম্পিয়ন ভারত

অনলাইন ডেস্ক ::: বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফাইনালটা হলো ফাইনালের মতোই। নির্ধারিত সময়ে ১-১ সমতা থাকার পর টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানেও নিষ্পত্তি হলো না। ১১-১১ সমতা হলো দুই দলের।

ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শেষ পর্যন্ত টসে নির্ধারিত হলো সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ভাগ্য। টস জিতে চ্যাম্পিয়ন হলো ভারত, স্বপ্ন ভাঙলো বাংলাদেশের মেয়েদের।

বাবা-মা সেই ঠাকুরগাঁও থেকে অনেক চড়াই উতরাই পেরিয়ে ঢাকায় এসেছেন মেয়ের খেলা দেখতে, মেয়েকে না জানিয়েই। সেই সাগরিকাই বাংলাদেশকে ফাইনালে বাঁচিয়ে রাখেন নির্ধারিত সময়ে।

বাড়িয়ে দেওয়া চার মিনিটের খেলার তখন ১ মিনিট বাকি। বাংলাদেশ পিছিয়ে ১-০ গোলে। ভারতের ডাগআউটে তখন উৎসবের প্রস্তুতি। শেষ বাঁশি বাজলেই যে বাংলাদেশের কাছ থেকে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা চলে যাবে তাদের হাতে।

ঠিক তখনই বাংলাদেশের সাগরিকা গোল করে ফাইনাল টেনে নিয়ে যান টাইব্রেকারে। কিন্তু হলো না। হাড্ডাহাড্ডি লড়াই করেও টসভাগ্যে হারতে হলো বাংলাদেশকে।

বিস্তারিত আসছে…

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp