বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

শরীরে মরণব্যাধি ক্যানসার, শাহরুখ খানকে ছুঁয়ে দেখাই শেষ ইচ্ছা বৃদ্ধার

অনলাইন ডেস্ক ::: পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার খরদহের দক্ষিণ পল্লী কালীমন্দির এলাকার বাসিন্দা শিবানী চক্রবর্তী। বয়স ৬০ বছর। তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধী ক্যানসার। সময়সীমা বেঁধে দিয়েছেন চিকিৎসকরা। এ অবস্থায় শিবানী চক্রবর্তীর শেষ ইচ্ছা, বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে একবার দেখা করা। তাকে কাছ থেকে দেখা। মৃত্যুর আগে প্রিয় অভিনেতাকে একবার ছুঁয়ে দেখা।

দু’বছর আগেও শিবানী চক্রবর্তীর জীবন ছিল আর দশজন সাধারণ মানুষের মত স্বাভাবিক। কিন্তু হঠাৎ তার শরীর কেমন যেন খারাপ হতে থাকে। চিকিৎসককে দেখানো হয়। চিকিৎসকের পরামর্শ নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষার পর ২০২২ সালের আগস্ট মাসে জানা যায়, এ বৃদ্ধার শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। তখনই চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন, হাতে খুব বেশি সময় নেই। এ কথা শুনে বাকরুদ্ধ হয়ে পড়েন শিবানীর স্বামী উত্তম চক্রবর্তী ও তাদের একমাত্র মেয়ে প্রিয়া চক্রবর্তী।

কিন্তু সেই থেকে শুরু হয় ক্যানসারের সঙ্গে শিবানী চক্রবর্তীর পরাজিত না হওয়ার লড়াই। ২০২২ সালে আগস্ট মাসের পর থেকে এখন পর্যন্ত ১০ বার কেমো থেরাপি দেওয়া হয়েছে। তবে তার লড়াই শুধু ক্যানসারের সঙ্গে নয়, শরীরে আরও সমস্যা রয়েছে। স্পাইনাল কর্ডের সমস্যায় ভুগছেন ষাটোর্ধ্ব বৃদ্ধা। সোজা হয়ে দাঁড়াতে পারেন না, বসতেও সমস্যা হয়। হাঁটতে গেলে সাহায্য লাগে। দৃষ্টিশক্তিও খুব একটা ভালো নয়। এ অবস্থায় তার শেষ ইচ্ছা, মরার আগে অত্যন্ত একবার কাছ থেকে বলিউড কিং শাহরুখ খানকে দেখা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আগামী ২০ মে কলকাতা ইডেন গার্ডেনে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও লখনৌ সুপার জায়ান্টস। সেই ম্যাচের আগে একফাঁকে যদি নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানের সঙ্গে দেখা হয়ে যায়- সেই আশাতেই প্রহর গুনছেন শিবানী চক্রবর্তী।

তিনি বলেন, আমার শেষ ইচ্ছা শাহরুখকে খুব কাছ থেকে একবার দেখতে চাই। শাহরুখ যদি বাড়িতে আসে, তবে আমি টেনশনমুক্ত থাকার চেষ্টা করবো। শাহরুখের হাতটা আমার মেয়ের মাথার ওপর রাখবো। কারন শাহরুখের আশীর্বাদ আমার মেয়ের খুব দরকার। আমরা সাধারণ ঘরে যেটা খাই, সেটাই ওকে দেবো। এক্সট্রা অর্ডিনারি কিছু করতে যাবো না। আমার মনে হয়, এ ধরনের সেলিব্রিটিরা খুব সাধারণভাবেই থাকতে ভালোবাসেন।

শিবানী আরও বলেন, আসলে আমার মেয়ে শাহরুখের বড় ভক্ত। তার কাছ থেকে শাহরুখ সম্পর্কে এত শুনেছি, দেখেছি, জেনেছি যে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে তার সম্পৃক্ততা, খেলার প্রতি তার উন্মাদনা দেখে আমিও ভক্ত হয়ে যাই এবং অন্তর থেকেই তার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা তৈরি হয়।

শিবানী চক্রবর্তী জীবনে শাহরুখ খান কতটা জায়গা করে নিয়েছেন তার প্রমাণ শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও সিনেমা হলে গিয়ে কিং খানের সর্বশেষ সিনেমা ‘পাঠান’ দেখা।

শিবানীর মেয়ে প্রিয়া চক্রবর্তী বলেন, মায়ের আবদারে কয়েকদিন আগে হুইল চেয়ারে বসিয়ে গাড়িতে করে কলকাতার পার্শ্ববর্তী শহরাঞ্চল দমদমের একটি মাল্টিপ্লেক্সে ‘পাঠান’ দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল। মাকে হুইলচেয়ারে করে সিনেমা হলের গেটে নামাতেই তাকে দেখে অনেকে হতভম্ব হয়ে যায়। কিন্তু শাহরুখের প্রতি ভালোবাসার কথা শুনে তখন অনেকেই মাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন, যা দেখে আমি অভিভূত।

শাহরুখ খানের প্রতি শিবানী চক্রবর্তী শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি বা টান বোঝা যায় তার ঘরে ঢুকলেই। ঘরের ভেতরের দেওয়ালে সারিবদ্ধভাবে টাঙানো শাহরুখ খানের বিভিন্ন ছবি। এমনকি তিনি কলকাতা নাইট রাইডার্সের কোনো খেলা দেখতে ভোলেন না। প্রতি বছর নভেম্বর মাসে প্রদীপ জ্বালিয়ে কেক কেটে আশপাশের বাচ্চাদের ডেকে এনে শাহরুখের জন্মদিনও উদযাপন করেন শিবানী চক্রবর্তী।

এরই মধ্যে বলিউড অভিনেতাকে একবার দেখার আর্জি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন তার একমাত্র কন্যা প্রিয়া। এছাড়া প্রিয়া টুইট করে বলিউড বাদশাহর প্রতি মায়ের ভালোবাসা, শ্রদ্ধার কথাও তুলে ধরেছেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp