নিজস্ব প্রতিবেদক ::: অনান্য বছররে ন্যায় এ বছরও বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত সাড়ে ৭টায় সংগঠন কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
বিআরইউ সভাপতি আনিসুর রহমান খান স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, প্রচার ও দপ্তর সম্পাদক জিয়াউল করিম মিনার। এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য মহসিন সুজন, আবুল বাশার, আমিনুল ইসলাম সোহাগ, রাজিব হোসেন টিটু, এন আমিন রাসেলসহ প্রমূখ।
এ সময় বক্তারা ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।