বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

শাহজাহান ওমরের মনোনয়নপ্রত্রের বৈধতার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর আপিল

ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠি–১ আসনে আওয়ামী লীগের আলোচিত প্রার্থী শাহজাহান ওমরের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করা হয়েছে। ওই আসনে স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামানের পক্ষে মো. জাকির নামের স্থানীয় একজন ভোটার আজ শনিবার ইসিতে আপিল করেন।

বিএনপি ছেড়ে আওয়ামী লীগ থেকে প্রার্থী হয়েছেন শাহজাহান ওমর। আপিলে তাঁর বিরুদ্ধে হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে।

ইসির পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের আপিলসংক্রান্ত যেসব তথ্য দেওয়া হয়, সেখানে শাহজাহান ওমরের বিরুদ্ধে আপিলকারী হিসেবে মনিরুজ্জামানের নাম উল্লেখ করা হয়েছে। মনিরুজ্জামান ওই আসন থেকে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তবে বাছাইয়ে তাঁর মনোনয়ন বাতিল হওয়ার পর তিনি প্রার্থিতা ফিরে পেতেও আপিল করেছেন।

আজ সন্ধ্যায় মনিরুজ্জামান বলেন, তাঁর অনুমতি নিয়ে তাঁর পক্ষে এলাকার একজন ভোটার শাহজাহান ওমরের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল করেছেন। শাহজাহান ওমর তাঁর হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করেছেন। ২০১৮ সালের নির্বাচনের সময়ও তাঁর হলফনামায় মামলাসংক্রান্ত তথ্য ছিল। এবার সেগুলো নেই। এটি নিয়ে গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করার সময় আজ শনিবার শেষ হয়েছে। শেষ দিনে ইসিতে আপিল করেছেন ১৩১ জন। এর মধ্যে ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে আপিল হয়েছে। এ পর্যন্ত মোট আপিল দায়ের হয়েছে ৫৬১টি। আগামীকাল রোববার থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশন এসব আপিল শুনে রায় দেবে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp