বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

শিক্ষক নেতা শেখ কাওছারকে বরখাস্তের প্রতিবাদে ঝালকাঠিতে শিক্ষকবন্ধন

ঝালকাঠি প্রতিনিধি ::: মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের আন্দোলনের নেতৃত্ব দেয়া শিক্ষক নেতা বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে রাজধানীর সবুজ বিদ্যাপীঠ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পদ থেকে সাময়িক বরখাস্তের প্রতিবাদ জানিয়ে মানবন্ধন করেছেন ঝালকাঠির শিক্ষকরা।

মঙ্গলবার দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ঝালকাঠি জেলা শাখা এ শিক্ষকবন্ধনের আয়োজন করে। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো. তোফাজ্জাল হোসেন, শিক্ষক সুনিল বড়ন হালদারসহ আরো অনেকে। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।

বক্তারা অভিযোগ করেন, বিটিএর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদের নেতৃত্বে শিক্ষকদের দাবি আদায়ে আন্দোলন চলছে। এ কারণেই ষড়যন্ত্র করে ম্যানেজিং কমিটির সদস্যরা তাকে ঢাকাস্থ যাত্রাবাড়ি সবুজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে। অবিলম্বে এই আদেশ প্রত্যাহার করা না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন এ শিক্ষকরা।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp