বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

শুটিংয়ে শর্টসার্কিটে দগ্ধ হয়েছেন অভিনেত্রী আঁখি

অনলাইন ডেস্ক ::: অভিনেত্রী শারমিন আঁখি শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর মিরপুরে শুটিং চলাকালে শর্টসার্কিটে দগ্ধ হন তিনি। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার চিকিৎসা চলছে। বিস্ফোরণে এই অভিনেত্রীর শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে বলে মেডিকেল সূত্রে জানা গেছে।

শারমিন আঁখির স্বামী নির্মাতা রাহাত কবিরের সূত্রে জানা গেছে, রাজধানীর মিরপুরে একটি টেলিফিল্মের শুটিংয়ে আহত হয় এ অভিনেত্রী।

এ প্রসঙ্গে রাহাত কবির বলেন, সজলের সঙ্গে একটি টেলিফিল্মের শুটিং ছিল মিরপুর সাড়ে ১১তে। দুপুরের দিকে আঁখি মেকআপ নিয়ে ওয়াশরুমে যায় চুল ঠিক করতে। হেয়ার স্টেটমেন্ট অন কিংবা অফ করতে গিয়ে এ ঘটনা ঘটে।

পুলিশের ধারণা, কেউ বডি স্প্রে ব্যবহার করেছে ওটার গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটতে পারে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp