বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

শের-ই বাংলা বিদ্যালয়ে আওয়ামী পহ্নী শিক্ষিকার কাছে জিম্মি শিক্ষক-অভিভাবকরা

নিজস্ব প্রতিবেদক ::: ছাত্র জনতার গণভ্যুথানে বিদায়ের ঘন্টা বাজে স্বৈরাচারি আওয়ামী লীগ সরকারের। দীর্ঘ জিম্মিদশা থেকে মুক্তির পর আবারও স্বাধীনতার স্বাদ পায় দেশবাসী। অবসান ঘটে হয়রানী, জুলুম ও নির্যাতনের। দীর্ঘ আধিপত্যের অবসান ঘটে শৃঙ্খলা ফেরে সব সরকারি, বেসরকারিসহ সব প্রতিষ্ঠানে। তবে পুরোপুরি স্বৈরাচারি দলের অনুসারীরা অপসারণ হয়নি আধিপত্য বিস্তারে দায়িত্বপ্রাপ্ত স্ব দপ্তর থেকে। আর এতে এসব ব্যক্তিদের নানা অনিয়ম ও দূর্নীতি অব্যাহত রয়েছে। আর সরেজমিন ও অভিযোগে এর সত্যতাও মিলেছে বরিশালের শের-ই বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে। অভিযুক্ত বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা শবনম মোস্তারী রুমা।

অভিযোগে জানা গেছে, আওয়ামী লীগের সময় থেকে দীর্ঘ আধিপত্যের সাথে বিদ্যালয়ে প্রভাব বিস্তার করে চলেছেন রুমা। আওয়ামী রাজনীতিতে যুক্তের অংশ হিসেবে তিনি শেখ রাসেল জাতীয় শিশু ও কিশোর পরিষদ বরিশাল মহানগরের সহ-সভাপতি হিসেবেও রয়েছেন। আর এর প্রভাবেই তিনি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের জিম্মি করে নানাভাবে হয়রানী করে আসছেন বলে অভিযোগে জানিয়েছেন তারা। তার জিম্মিদশা থেকে ছাড় পাননি খোদ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, আওয়ামী সরকারের সময় থেকে শিক্ষিকা রুমা নানা অনিয়ম ও দূর্নীতি করে যাচ্ছেন। আমরা প্রতিবাদ করলে উল্টো আমাদের সাথে অশালীন ভাষা ও হুমকি দিয়েছেন তিনি।

অভিযোগে জানা গেছে, বিদ্যালয়টি সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডে স্থাপিত। ঐ ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন জিয়াউর রহমান বিপ্লব। তিনি আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতাও ছিলেন। একই সাথে আয়নাঘরের কারিগর মেজর জিয়াউল আহসানে ভাইও তিনি। পাশাপাশি অভিযুক্ত শিক্ষিকা রুমার আপন চাচাতো ভাই বিপ্লব।

আওয়ামী লীগের ক্ষমতাকালে দলের নাম ব্যবহার করে বিপ্পব নানান অপকর্মের অনুঘটক ছিলেন। একইসাথে স্ব ওয়ার্ডেও ছিল তার একক আধিপত্য। আর তার মদদ হিসেবে প্রাপ্ত হন শের ই বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা রুমা। তার ছত্রছায়ায় পুরো বিদ্যালয়জুড়ে তিনিও একক আধিপত্য বিস্তার করেন। সেই সাথে শেখ রাসেল শিশু ও কিশোর পরিষদের সহ-সভাপতির পদ দখল করে হয়েছেন নিজেও প্রভাবশালী।

আর এজন্যও দাপটের সাথে অবৈধ সব কার্যক্রমকে নিয়মে পরিণত করে বিদ্যালয়ের সব শিক্ষককে জিম্মি করে রেখেছেন তিনি বলে অভিযোগ ভুক্তভোগীদের। মুলত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তার এই দাপটের কাছে তটস্থ হওয়ায় সুযোগকে কাজে লাগাচ্ছেন রুমা বলে জানিয়েছেন অন্যান্য শিক্ষকরা।

তাদের দাবি, আওয়ামী লীগ সরকারের পতন হলেও তাদের দোসরদের একজন এই রুমা। নানা অনিয়ম করে দীর্ঘ সময়ে অবৈধভাবে প্রভাব বিস্তার করে যাচ্ছেন তিনি। আমরা এর প্রতিকার চাই।

একাধিক অভিভাবক জানান, অন্যান্য সব স্কুলের তুলনায় এই স্কুলে পরীক্ষাসহ সবকিছুতে অতিরিক্ত ফি নেয়া হয়। আমরা প্রতিবাদ করলে রুমা বলেন, এখানের নিয়ম অনুযায়ী পড়াতে হবে। অন্যথায় অন্য স্কুলে সন্তান নিয়ে যান। মুলত রুমার ইশারায় চলেন প্রধান শিক্ষক। আর এজন্য রুমার নির্দেশিত অনিয়মই এখানে নিয়মে পরিণত হচ্ছে।

তারা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, রুমা আওয়ামী লীগের দোসর। এদের অপসারণের সংশ্লিষ্ট দপ্তরের নজরদারি জরুরী।

এদিকে নানা অনিয়মের বিষয়ে অনুসন্ধানে বিদ্যালয়ে যান সাংবাদিকরা। বিভিন্ন বিষয়ে জানতে চাইলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন অভিযুক্ত শিক্ষিকা রুমা। ক্ষিপ্ত হয়ে চড়াও হন সাংবাদিকদের ওপর। নানা অশালীন মন্তব্যসহ একপর্যায়ে স্কুল ত্যাগের নির্দেশ দেন তিনি।

সিনিয়র শিক্ষকের এমন ব্যবহারে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। তারা অবিলম্বে বিদ্যালয়ের নানা অনিয়ম ও দূর্নীতি প্রতিরোধে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp