মোঃ নাসির উদ্দিন, উজিরপুর প্রতিনিধি ::: উজিরপুর প্রেসক্লাবের উন্নয়ন মূলক কার্যক্রম চলছে দুর্বার গতিতে। এখন আর কোন বাধাই হাতছানি দিতে পারছেনা। অতিতের সব গ্লানি ধুয়ে মুছে একের পর এক চলছে উন্নয়ন মূলক কাজ।
উজিরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লার প্রচেষ্টা আর অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি প্রেসক্লাবের সকল সাংবাদিকরা একত্রিত হয়ে অচিরেই উজিরপুর প্রেসক্লাবকে স্মার্ট প্রেসক্লাবে রূপান্তরিত করার অঙ্গীকার করে। তাতে কোন অপশক্তি আর বাধাগ্রস্ত করতে পারবেনা।
এছাড়াও পরিত্যক্ত প্রেসক্লাবের ভবনটিতে বর্তমানে বিদ্যুৎ এর বিজলীর ন্যয় উন্নয়ন মূলক কার্যক্রম চলছে। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে উজিরপুর প্রেসক্লাব। ইতিপূর্বে এই প্রেসক্লাবে কেউ সময় দেয়নি। জরাজীর্ণ অবস্থায় ছিলো। তা আজ সচল হয়েছে এবং ঢেলে সাজানো হচ্ছে। নবগঠিত আহবায়ক কমিটি গঠন হওয়ার পর থেকেই উজ্জীবিত কর্মরত সাংবাদিকরা প্রতিদিন প্রেসক্লাবের সভাকক্ষে সংবাদের সকল কার্যক্রম পরিচালনা করে থাকে।
এ উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গিকার করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবগঠিত আহবায়ক কমিটিসহ সকল সাংবাদিক বৃন্দ।