বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

স্বরুপকাঠীর কুড়িয়ানা স্কুল কমিটির নির্বাচনের সংঘর্ষে সদস্যপ্রার্থী আহত

কুড়িয়ানা থেকে ফিরে শামীম আহমেদ ::: পিরোজপুরের স্বরুপকাঠী উপজেলার শত বছরের শিক্ষা প্রতিষ্ঠান কুড়িয়ানা আচ্যার্য সম্মিলিন বিদ্যালয়ে অবিভাবক সদস্য কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানের অভ্যন্তরীন বিরোধের জের ও নির্বাচনে এককভাবে সদস্য নির্বাচিত হতে পারবে না বলে নির্বাচন ভন্ডুল করার প্রচেষ্ঠার প্রতিবাদ করায় বর্তমান কুডিয়ানা ইউপি চেয়ারম্যানের ভাই মিঠু হালদারের ভাই ও তার লোকজন সাবেক চেয়ারম্যান বাবু শেখর সিকদারের সমর্থক ও অবিভাবক কমিটির নির্বাচনের সদস্যপ্রার্থী গৌতম মৈত্রকে পিটিয়ে আহত করার ঘটনায় উভয় চেয়ারম্যান পাল্টাপাপল্টি অভিযোগ উঠেছে। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে স্কুল কমিটির ভোটের পরিবেশ তৈরী করে দেয়।

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আহত ও সদস্যপ্রার্থী গৌতম মৈত্রকে স্বরুপকাঠী হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতের পরিবার নিশ্চিত করে।

সরেজমিনে গেলে আহত গৌতম মৈত্রসহ সাবেক ও বর্তমান চেয়ারম্যানসহ কর্তব্যরত পুলিশ কর্মকতারা বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্কুল অবিভাবক কমিটির সদস্য প্রার্থী গৌতম মৈত্র বলেন তারা সকল ভোটারদের মাঝে ভোটের স্লিপ দেওয়ার কাজ করার সময় বর্তমান চেয়ারম্যান মিঠু হালদারে ছোট ভাই পঙ্কজসহ তার লোকজন এসে তাদের উপর হামলা চালায়।এ সময় চেয়ার উচিয়ে হামলা করে এতে সদস্য প্রার্থী গৌতম মৈত্রের হাত ভেঙ্গে যায়। এ সময় বড় আকারে ঘটনার সৃষ্টি হলে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে পরিস্তিতি শান্ত করে।

হামলার ঘটনায় সাবেক চেয়ারম্যান শেখর সিকদার বর্তমান চেয়ারম্যান মিঠু হালদারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, চেয়ারম্যান নিজে নেতৃত্ব দিয়ে আমার সমর্থকদের উপর ষড়যন্ত্র করে আমাদের উপর হামলা চালায়। হামলাকারী মিঠু চেয়ারম্যানের ভাই আমাকেও আঘাত করে। পরে আমি ওসিকে বিষয়টি অবহিত করলে পরবর্তীতে পুলিশ এসে পরিবেশ শান্ত করে।

এ সময় হামলার কারন কি জানতে চাইলে শেখর বাবু বলেন- ওদের লোক সদস্য পদে নির্বাচিত হতে পারবে না বলেই সংর্ঘের অজুহাতে নির্বাচন বানচাল করার অপচেষ্টা করছে।

এব্যাপারে বর্তমান চেয়ারম্যান মিঠু হালদার বলেন, শেখর সিকদার এককভাবে ক্ষমতা ব্যবহার করে ভোটারদের প্রভাহিত করার চেষ্টা করে। এমনকি স্লিপ দেওয়ার সময় প্রতিপক্ষকে ভোট না দেওয়ার প্রচার করার ঘটনার প্রতিবাদ করা হয়। এ সময় ওদের সাথে কথা কাটাকাটি হয়। কোন হামলার ঘটনা ঘটেনি।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে- স্কুল কমিটির নির্বাচনে ৮জন সদস্য প্রার্থীর মধ্যে ৪ জন বর্তমান ও ৪ সাবেক চেয়ারম্যানের প্রার্থী ছিল। এছাড়া আজকের ঘটনার পিছনে আসলে ইউপি নির্বাচনের বিরোধের জের কাজ করছে।

এ ব্যাপারে ভোট কেন্দ্রে কর্তব্যরত পুলিশ অফিসার এইচ এম শাহীন বলেন- এখন ভোট কেন্দ্রের পরিস্থিতি শান্ত আছে। এর আগে ভোটারদের স্লিপ দেওয়া ও প্রচারনা নিয়ে একটু সামান্য বিরোধ হয়েছে, তেমন কোন বড় ঘটনা ঘটেনি।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp