বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

হাশিম আমলার বিশ্বরেকর্ডে ভাগ বসালেন বাবর

অনলাইন ডেস্ক ::: ওয়ানডে ক্রিকেটে এতদিন দ্রুততম ৬০০০ রানের মাইলফলক ছোঁয়ার রেকর্ডটি এককভাবে নিজের দখলে রেখেছিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার হাশিম আমলা। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন পাকিস্তানের বাবর আজম।

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ওয়ানডে ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় পাকিস্তান। স্বাগতিক দলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

ফখর জামানের সঙ্গে ইনিংস ওপেন করেন বাবর। হাশিম আমলার রেকর্ডে ভাগ বসাতে বাবরের দরকার ছিল মাত্র ১০ রান। সপ্তম ওভারে জ্যাকব ডাফির ওভারপিচড ডেলিভারির সুযোগ নিয়ে দারুণ এক ড্রাইভ শটে বল কাভার অঞ্চল দিয়ে পাঠিয়ে ৬০০০ রান পূর্ণ করেন বাবর।

দুর্দান্ত মাইলফলক স্পর্শ করলেও আজকের ইনিংসটাও বড় করতে পারেননি বাবর। ৩৪ বলে ২৯ রান করে ডানহাতি পেসার নাথান স্মিথের হাতে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান তিনি।

এর আগে দ্রুততম ৫০০০ রান করে বিশ্বরেকর্ড করেছিলেন বাবর। ৬০০০ রানের রেকর্ডটিও এককভাবে করতে পারতেন তিনি। তবে আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ২৩ রানে আউট হলে সেই সুযোগ হাতছাড়া হয় বাবরের। ওই ম্যাচে ৪৩ রান করতে পারলেই হাশিম আমলার চেয়ে এক ম্যাচ কম খেলেই ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করতে পারতেন পাকিস্তান তারকা।

শেষ পর্যন্ত ৬০০০ রানের ক্লাবে প্রবেশ করতে বাবরকে খেলতে হয়েছে ১২৩ ইনিংস। সমান ম্যাচ খেলে একই মাইলফলকে স্পর্শ করেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার হাশিম আমলাও। ২০১৫ সালের অক্টোবর মাসে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলে ৬০০০ রান পূর্ণ করেছিলেন তিনি।

দ্রুততম ৬০০০ রানের রেকর্ড ছোঁয়ায় তৃতীয় স্থানে আছে ভারতের বিরাট কোহলি। ডানহাতি এই অভিজ্ঞ ক্রিকেটারের এই মাইলফলক ছুঁতে লেগেছে ১৩৬ ইনিংস। সমান ১৩৯ ইনিংস খেলে এই তালিকায় পরের দুটি স্থান দখলে রেখেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp