বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

হৃদয়-মুশফিকের ব্যাটে শেষ ১০ ওভারে ঝড় সিলেটের

অনলাইন ডেস্ক ::: রংপুর রাইডার্সের বোলারদের হাত খুলে খেলতে পারছিল না সিলেট স্ট্রাইকার্স। ১০ ওভারে তাদের রান ছিল ১ উইকেটে ৫৫। সেই দলটিই ২০ ওভার শেষে তুলেছে ২ উইকেটে ১৭০ রান!

শেষ ১০ ওভারে রংপুরের বোলারদের তুলোধুনো করে সিলেট তুলেছে ১১৫ রান। যার পুরো কৃতিত্বই দুই ব্যাটার তৌহিদ হৃদয় আর মুশফিকুর রহিমের।

টস হেরে ব্যাট করতে নেমে ধীর সূচনা করে সিলেট। ২২ বলে ১৫ রান করে হাসান মাহমুদের বলে বোল্ড হন নাজমুল হোসেন শান্ত। জাকির হাসানকে (৭ বলে ৭) তুলে নেন শেখ মেহেদি।

এরপরের সময়টা শুধুই হৃদয় আর মুশফিকের। ৫৭ বলে তারা যোগ করেন ১১১ রান। মুশফিক ৩৫ বলে খেলেন ৫৫ রানের হার না মানা ইনিংস, যে ইনিংসে ৫টি চারের সঙ্গে ৩টি ছক্কা হাঁকান মিস্টার ডিপেন্ডেবল।

হৃদয় আরও একবার দুর্দান্ত উইলোবাজি দেখিয়েছেন। ৫৭ বলে তিনি করেন অপরাজিত ৮৫, যে ইনিংসটি হৃদয় সাজিয়েছিলেন ১৩ বাউন্ডারি আর ২ ছক্কায়।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp