ইফতেখার চৌধুরী পরিচালিত প্রথম সিনেমা ‘খোঁজ : দ্য সার্চ’ সিনেমাটি মুক্তি পেয়েছিলো ২০১০ সালে। সেটি দিয়েই বড় পর্দায় অভিষেক ঘটে চিত্রনায়ক অনন্ত জলিল। নায়িকা হিসেবে পথ চলা শুরু করেন চিত্রনায়িকা বর্ষা। এরপর আর কখনোই তাদের একসঙ্গে দেখা যায়নি।
কারণ হিসেবে শোনা গেছে তাদের মনোমালিন্যের খবর। অবশেষে সেই সম্পর্কের শীতলতার ইতি ঘটলো। চলতি শীতের সন্ধ্যায় গতকাল ৭ ডিসেম্বর ইফতেখার চৌধুরীর নতুন সিনেমা ‘মুক্তি’র মহরতে উপস্থিত হয়ে চমকে দিলেন অনন্ত ও বর্ষা। তারা জানিয়েও দিলেন, ‘ভুল বোঝাবুঝির অবসান হয়েছে’।
ঘোষণা দিলেন অনন্ত, আবারও ইফতেখার চৌধুরীর পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। নতুন এ সিনেমার নাম ‘নেত্রী : দ্য লিডার’। এখানে অনন্ত জলিলের পাশাপাশি বর্ষাকেও দেখা যাবে অভিনয় করতে।
অনন্ত বলেন, ‘১০ বছর ইফতেখার ভাইয়ের সঙ্গে আমার একটা ভুল বোঝাবুঝি ছিল, এটা মিডিয়ার অনেকেই জানেন। যে কারণে এতদিন আমাদের আর কাজ করা হয়নি। ১০ বছর পরে আমরা আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছি। ছবির নাম ‘নেত্রী : দ্য লিডার’। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বড় অনুষ্ঠান করে বিষয়টি সবাইকে জানাবো।’
এরইমধ্যে অনন্ত’র সঙ্গী হয়ে তুরস্কে তার ‘দিন : দ্য ডে’ ছবির কাজ দেখতে গিয়েছেন ইফতেখার। সেখানে তারা নিজেদের নতুন সিনেমা নিয়ে পরিকল্পনা করেছেন। গুছিয়েছেন অনেক কাজ। শিগগিরই শিল্পীদের তালিকা জানা যাবে।
এদিকে শেষ হয়ে এসেছে অনন্ত-বর্ষা শেষ অভিনীত বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনার ছবি ‘দিন : দ্য ডে’ সিনেমার কাজ। শিগগিরই এটি মুক্তি পাবে বলেও জানিয়েছেন অনন্ত।