বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

৯৭ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী ভর্তি

অনলাইন ডেস্ক ::: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন; এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ হাজার ১৫৯ জনে। এডিস মশাবাহিত এ রোগে গত এক দিনে মারা যাওয়া একজনকে নিয়ে চলতি বছর প্রাণ গেছে ৫৩২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১৭৬ জন, ঢাকা বিভাগে ৯৩ জন, ময়মনসিংহে ১২ জন, চট্টগ্রামে ৫৭ জন, খুলনায় ৪২ জন, রাজশাহী বিভাগে ৪০ জন, রংপুর বিভাগে চারজন এবং বরিশাল বিভাগের হাসপাতালে ২৯ জন ভর্তি হয়েছেন। এসময় সিলেট বিভাগে কেউ ভর্তি হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছের ১ হাজার ৯৯৪ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৮১৪ জন; আর ১ হাজার ১৮০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫৮ হাজার ২৯৮ জন ঢাকার বাইরের। আর ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৮৬১ জন।

এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। সে মাসে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। এক মাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে, ১৭৩ জন। নভেম্বর মাসে ২৯ হাজার ৬৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

ডিসেম্বরের প্রথম ১০ দিনে ৫৬৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ৪৪ জনের।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp