বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

অজ্ঞতার কারণে আমরা নিজেরাই বিভেদ সৃষ্টি করি : প্রাণিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :: যারা অন্যের জমি দখল করে তাদের বিরুদ্ধে সবাইকে এক হওয়ার আহবান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম (এমপি)।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমিতে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট পিরোজপুর জেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, পৃথিবীর কোনো ধর্মেই খারাপ কাজ করতে বলা হয়নি। আমাদের মধ্যে অজ্ঞতার কারণে আমরা নিজেরাই বিভেদ সৃষ্টি করি। পিরোজপুর থেকে সব ধরণের ইভটিজিং ও নারী নির্যাতন বন্ধ করতে হবে। যাতে রাস্তাঘাটে নারীরা নিরাপদে চলাচল করতে পারে।

মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা যতদিন আছে আওয়ামী লীগ যতদিন আছে অসাম্প্রদায়িক বাংলাদেশকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। সেখানে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব। লক্ষ্য রাখতে হবে কোন ভাবে যেন ঐ একাত্তরের দুর্বৃত্ত জামাত এবং জামাতের পৃষ্ঠপোষক বিএনপি এরা যেন বাংলাদেশকে আবার নষ্ট করতে না পারে এটা মাথায় রাখতে হবে।

এছাড়া মাদকের ভয়াবহতা বেড়ে গেছে বলে উল্লেখ করে পিরোজপুর-১ আসনের এ সাংসদ আরও বলেন, তার নিজ দলের মধ্যে থাকা অনেকেই মাদকের সাথে জড়িয়ে গেছে। তাই দলমত নির্বিশেষে যারাই মাদকের সাথে জড়িত তাদের সকলকেই আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান মন্ত্রী।

সুরঞ্জিত দত্ত লিটুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান প্রমুখ। এ সময় সদর উপজেলার পূজামণ্ডপগুলোতে প্রধানমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, জেলা পরিষদ এবং জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp