বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

অট্টহাসিতে চোয়াল আটকে যাওয়ায় বন্ধ হচ্ছিলনা মুখ

অনলাইন  ডেস্ক : এক নারী যাত্রী ট্রেনে চড়ে যাচ্ছিলেন গন্তব্যে। সংশ্লিষ্ট কোনো এক ঘটনায় উচ্চ স্বরে হেসে উঠেছিলেন তিনি। এরপরই তার মুখের চোয়ালের ওপরের ও নিচের অংশ স্থানচ্যুত হয়ে পড়ে। ফলে তিনি মুখ বন্ধ করতে পারছিলেন না।

তবে ওই নারীর ভাগ্য ভালো ছিল। কারণ ট্রেনে ছিলেন স্থানীয় লিওয়ান হাসপাতালের চিকিৎসক লুও ওয়েংশ্যাং। পরে তিনি ওই নারীকে সাহায্য করতে এগিয়ে আসেন।

লুও ওয়েংশ্যাং বলেন, ‘আমি দ্রুত ঘটনাস্থলে যাই। ওই নারী কথা বলতে পারছিলেন না। তিনি মুখও বন্ধ করতে পারছিলেন না। প্রথমে ধারণা করেছিলাম, তার স্ট্রোক হয়েছে।’

পরে ওই নারী রক্তচাপ পরীক্ষা করেন ওয়েংশ্যাং। তিনি বলেন, ‘আরও কিছু পরীক্ষার পর বুঝতে পারি যে তার স্ট্রোক হয়নি। পরে বুঝতে পারি, হাসতে গিয়ে তার চোয়াল স্থানচ্যুত হয়ে গেছে। এর জন্যই মুখ বন্ধ করতে পারছেন না।’

ওয়েংশ্যাং এরপর ওই নারী চোয়াল যথাস্থানে ফিরিয়ে আনার চেষ্টা করেন। দ্বিতীয়বারের চেষ্টায় ওয়েংশ্যাং সফল হন। ভুক্তভোগী নারী জানিয়েছেন, এর আগেও একবার তার সঙ্গে এমন ঘটনা ঘটেছে। সেই বার বমি করতে গিয়ে তার চোয়াল স্থানচ্যুত হয়ে গিয়েছিল।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp