বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

অনুমোদনের অপেক্ষায় ঝুঁকিপূর্ণ ৮টি বেইলি সেতু

মঠবাড়িয়া প্রতিনিধি :: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় থানা পাড়া থেকে সাপলেজা বাবু বাজার পর্যন্ত ৮টি বেইলি সেতু অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঝুঁকিপূর্ণ ব্রিজগুলোর উপর দিয়ে ভারি যানবাহন চলাচল করায় যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্হানীয়রা।তবে ব্রিজগুলো অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানান উপজেলা প্রকৌশলী।

ইঞ্জিনিয়ার অফিস জানায়, মঠবাড়িয়া-সাপলেজা সড়কের বাবু বাজার পর্যন্ত ৮টি বেইলি ব্রিজ সাপোর্টিং রুরাল ব্রিজ প্রকল্পের আওতায় প্রস্তাব অগ্রগামী করা আছে। এছাড়াও আরসিসি আইবিআরপি প্রকল্পের আওতায় ৯০টি ব্রিজের প্রস্তাবনা দেওয়া আছে।এর মধ্যে এসেনশিয়াল তালিকায় রয়েছে- সাচকি বাড়ি ব্রিজ, টিয়ারখালী, আলগি পাতাকাটা, চিত্রা বাজার, আমুর বুনিয়া হুজুরের বাড়ি, হাজীগঞ্জ, বয়াতির হাট, দাউদখালী বর্ডার খাল। এরমধ্যে ৮টির কাজ চলমান আছে। পর্যায়ক্রমে সবগুলোর কাজ বাস্তবায়ন হবে।

অনুর্ধ্ব ১০০ মিটার ব্রিজ প্রকল্পের আওতায় ২২ কুড়া বাজার সংলগ্ন একটি ব্রিজ রয়েছে। প্রক্রিয়া শেষে এটির কাজও দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানান উপজেলা প্রকৌশল অফিস।

স্থানীয়দের দাবি- ঝুঁকিপূর্ণ ব্রিজগুলোর উপর দিয়ে বিআরটিসি বাসসহ ঢাকাগামী পরিবহন ও ভারি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মোঃ জসিম জানান- করোনা সংকটে উন্নয়ন কাজ অনেকটা থমকে গেছে। অর্থের অভাবে একদিকে যেমন নিয়মিতভাবে কাজের অনুমোদন পাওয়া যাচ্ছে না অন্যদিকে ওয়ার্ক অর্ডার দেওয়া অনেক কাজ ঝুলে আছে। শুধু ব্রিজ নয় অর্থ সংকটে অনেক রাস্তার সংস্কার কাজও অসম্পন্ন অবস্হায় রয়েছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp