বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

অপরচ্ছিন্নতার বিরুদ্ধে বামনা বিডি ক্লিন টিমের যুদ্ধ

বামনা (বরগুনা) সংবাদদাতা ::: স্মার্ট তারুণ্যের অঙ্গীকার, পরিচ্ছন্ন বামনা উপজেলা গড়ার এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিচ্ছন্ন বাংলাদেশ বির্নিমানের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বরগুনার বামনা উপজেলার বিডি ক্লিন তারুণ্য। তারই ধারাবাহিকতায় বামনা উপজেলাকে শতভাগ পরিচ্ছন্ন রূপান্তরের জন্য গত তিন বছরের অধিক সময় ধরে বিডি ক্লিন বামনা টিম কাজ করে যাচ্ছে। নিয়মিত সাপ্তাহিক ইভেন্টের ন্যায় আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) এক ঝাঁক পরিচ্ছন্ন তারুণ্যে অংশগ্রহণে অনুষ্ঠিত হলো পরিচ্ছন্নতা আড্ডা।

আড্ডার সাথে সাথে উক্ত আয়োজনে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে উঠে আসল পরিচ্ছন্ন বামনা গড়ার বিভিন্ন পরিকল্পনা। পাশাপাশি বিডি ক্লিনের সকল সদস্য অঙ্গীকার বদ্ধ হলো বামনাকে রূপান্তর করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার। আমরা তারুণ্য স্বপ্ন দেখি, স্বপ্নকে বাস্তবায়ন করতেও জানি। এতদিন সবার অযত্ন-অবহেলায় যে বামনা সাহেববাড়ী বাজারে গুরুত্বপূর্ন স্থানে ফেস্টুন লিফলেট বিতরণ, উপজেলা পরিষদ চত্বরে, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বৃক্ষরোপণ অভিযানসহ উপজেলা ভ‚মি অফিসের পিছনের পুকুর পরিচ্ছন্ন, স্মৃতিসৌধ, খেলার মাঠ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা অত্যন্ত ময়লা হয়ে উঠেছিল, তা একেবারে ঝকঝকে তকতকে করে তুলেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন।

উপজেলার প্রাণকেন্দ্রে ঐতিহ্যবাহী বামনা সাহেববাড়ী বাজারে কার্যক্রম চালানোর সময় সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের বামনা উপজেলার সমন্বয়ক মোঃ ইব্রাহিম খান (রিমন), সংগঠনের মোঃ ফেরদৌস, মোঃ মুসা ভূঁইয়া, মোঃ সৈকত, মোঃ ইয়াসিন, শাহরিয়া আলভী, মুনতাহা জাহান মারিয়া, ঝর্না আলো, তানভীন খান তুনা প্রমুখ। ব্যতিক্রমী এ সংগঠনটিতে এখন কাজ করছে উপজেলার ২০০ জনেরও বেশি শিক্ষার্থী স্বেচ্ছাসেবী।

আসুন দেশের একজন নাগরিক হিসেবে দেশের স্বার্থে সকলে আরও সচেতন হই। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সহযোগিতা করি।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp