বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : আলাল

অনলাইন ডেস্ক :: আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে অথবা আওয়ামীলীগ প্রভাব বিস্তার করতে পারে এমন কেউ নির্বাচন কমিশনে বা প্রশাসনে থাকলে সেই নির্বাচন কখনো নিরপেক্ষ ও সুষ্ঠ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সময় সুষ্ঠু নির্বাচন হয় না এটা প্রমাণিত এবং ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই কোনো মধ্যবর্তি নির্বাচন নয়। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই।’

মঙ্গলবার (২৪ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

কোনো সাময়িক সমঝোতার ভিত্তিতে বিএনপির পক্ষ থেকে কেউ যেন মধ্যবর্তী নির্বাচনের টোপ না গিলে বিএনপির নীতিনির্ধারণী ফোরামের প্রতি এই আহ্বান জানানোর পাশাপাশি আলাল বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থেকে অথবা আওয়ামীলীগ প্রভাব বিস্তার করতে পারে এমন পরিবেশে কোনো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা ঠিক হবে না। কারণ আওয়ামী লীগের জন্মের সঙ্গে এই ইতিহাস যায় না। আর তারা কেন এটা করতে যাবেন। এই সৎসাহস বেগম খালেদা জিয়ার আছে। তিনি ১৯৯১ সালে এক অধিবেশনে তত্বাবধায়ক সরকার আইন পাশ করে নিজেই ক্ষমতা ছেড়ে দিয়েছেন। এটা বেগম জিয়ার পক্ষে সম্ভব। কিন্তু আওয়ামী লীগের পক্ষে সম্ভব না।’

আলাল বলেন, ‘১৯৭৩ সনে আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখন শিক্ষা প্রতিষ্ঠানের সকল ব্যালট বাক্স ছিনতাই হয়েছিল। এর আগে পাকিস্তান বা বাংলাদেশের মানুষ কখনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাই হতে দেখেনি। আওয়ামী লীগের লোকেরা তাই করেছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা আবুল মনসুর আহমেদ দুঃখ করে তার বইয়ের মধ্যে লিখেছেন, আমরা এত করে বোঝালাম মুজিব ভাই কাজটা ঠিক হচ্ছে না, আপনি এত জনপ্রিয়, আওয়ামী লীগ এত জনপ্রিয় রাজনৈতিক দল, সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন হলে আপনি ক্ষমতায় থাকবেন। তারপরও জোর করে সারা বাংলাদেশে ব্যালট বাক্স ছিনতাই করে, ঢাকা থেকে হেলিকপ্টার পাঠিয়ে ঢাকায় ভোট ভর্তি ব্যালট বাক্স এনে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হলো। মাত্র সাতটি আসন দেয়া হল বিরোধীদলকে। তিনি সেদিন লিখেছিলেন, ১৯৭৩ সালে যেখানে অন্য কোনো দলের ক্ষমতায় আসার কোনো আভাস ছিল না। তারপরও ছোট্ট বিরোধীদলকে যেখানে আওয়ামী লীগ সহ্য করতে পারেনি এটা কোনো সামরিক উত্তেজনা নয়। এটা তাদের সুদুরপ্রসারী একটি পরিকল্পনার অংশ।’

ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সভাপতি কাজী মো. আমির খসরু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদলের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ও দফতরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন, দক্ষিণ শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি সুমন ভূঁইয়া প্রমুখ।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp