বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

আগৈলঝাড়ায় জেএমবি সন্দেহে যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: বরিশালের আগৈলঝাড়ায় নব্য জেএমবি’র এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকার এন্টি টেররিজম ইউনিটের একটি দল। এ ঘটনায় এন্টি টেররিজম ইউনিটের এসআই অজিত কুমার দাস বাদী হয়ে শনিবার রাতে আগৈলঝাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছেন।

নাঈমের বাড়িতে অভিযান চালিয়ে জিহাদি বই ও মোবাইলে কিছু ছবি জব্দ করেছেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন জঙ্গি ওয়েব সাইটে যোগাযোগ করাসহ “আমি মুসলিম” নামে একটি ফেসবুক আইডি চালাত আগৈলঝাড়ার নাঈম মোল্লা নামে এক কলেজ ছাত্র।

সে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজে ডিগ্রীতে লেখা-পড়ার পাশাপাশি উপজেলা হাসপাতালের সামনে “মা মেডিকেল হল” নামে একটি ঔষধের দোকানে চাকুরী করত।

জঙ্গি ওয়েব সাইটে যোগাযোগ করাসহ জঙ্গি তৎপরতার সাথে জড়িত থাকার প্রমান পাওয়ায় মোবাইল ট্রাংকির এর মাধ্যমে ঢাকা এন্টি টেররিজম ইউনিট এএসপি এমএম রফিউল রজির নেতৃত্বে শনিবার বিকেলে উপজেলার গৈলা হাসপাতালের সামনে ওই ঔষধের দোকান থেকে নাঈমকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

সে গৈলা ইউনিয়নের পূর্বসুজনকাঠী গ্রামের চা বিক্রেতা মোঃ নজরুল মোল্লার ছেলে। পরে থানায় তারা নাঈমকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে এন্টি টেররিজম ইউনিটের এসআই অজিত কুমার দাস বাদী হয়ে শনিবার রাতে আগৈলঝাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা এন্টি টেররিজম ইউনিটের পরিদর্শক মোঃ খায়রুল ইসলাম।

নাঈমের বিরুদ্ধে জঙ্গি তৎপরতার সাথে জড়িত থাকার প্রমাণ পেয়েছেন তারা। নাঈমের পিতা নজরুলের পূর্বের বাড়ি উজিরপুর উপজেলার পূর্ব সাতলা গ্রামে ছিল।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp