বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

আমতলীতে ইভিএম পদ্ধতিতে ভোট, প্রশিক্ষণের দাবী ভোটারদের

আমতলী প্রতিনিধি :: বরগুনার আমতলী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২১ জুন। চাওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। আমতলীতে প্রথম ইভিএম পদ্ধতিতে ভোটদানে আনন্দ থাকলেও সাধারণ ভোটারদের মাঝে উৎকন্ঠা বিরাজ করছে। সাধারণ ভোটাররা ইভিএম পদ্ধতিতে ভোটদানের পূর্বে প্রশিক্ষণের দাবী জানিয়েছেন।

জানাগেছে, আগামী ২১ জুন আমতলী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এর মধ্যে চাওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। নতুন পদ্ধতিতে ইভিএম এ ভোটে সাধারণ ভোটারদের মাঝে উৎকন্ঠা রয়েছে। সাধারণ ভোটাররা জানান, এ পদ্ধতিতে ভোট আমতলীতে এই প্রথম। এর আগে এ পদ্ধতিতে ভোট না দেয়ায় ভোটাররা উৎকন্ঠায় রয়েছে। সাধারণ ভোটাররা ভোট গ্রহনের পূর্বে প্রশিক্ষণের দাবী জানিয়েছেন।

চাওড়া কাউনিয়া গ্রামের নারী ভোটার সোনাবরু বেগম বলেন, অ্যহন বোলে ম্যাশিনে ভোট অইবে। মুইকি ম্যাশিনে ভোট দেতে পারমু?। মুইতো জীবনে এই রহোম ভোট দেই নাই। মোরো আগে শিহাইয়্যা দেলে ভালো অইতো।

চন্দ্রা পাতাকাটা গ্রামের দুলাল মোল্লা বলেন, নতুন পদ্ধতিতে ভোট হবে। কিছুইতো জানিনা। কিভাবে ভোট দেব বুঝতে পারছি না। তিনি আরো বলেন, ভোটের আগে প্রশিক্ষণ দেওয়ার দাবী জানাই।

আমতলী উপজেলা নির্বাচন অফিসার মোঃ তারিকুল ইসলাম বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহনে ভোটারদের মাঝে ইতিমধ্যে লিপলেট ও ভিডিও ডকুমেন্ট দেখানো হচ্ছে।

বরগুনা জেলা নির্বাচন অফিসার দীলিপ কুমার তালুকদার বলেন, আগামী ১৯ জুন প্রত্যেক ভোট কেন্দ্রে ভোটারদের প্রশিক্ষণ দেয়া হবে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp