বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

আমতলীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে শিক্ষকদের মানববন্ধন

আমতলী (বরগুনা) প্রতিনিধি ::: বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ রাওঘা নুর আলআমিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুুল আলমের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতি আমতলী উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।

রবিবার দুপুর ২টায় আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের মাধ্যমে বরগুনা জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

জানা গেছে, উপজেলার দক্ষিণ রাওঘা নুর আলআমিন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটিতে অভিবাবক সদস্য পদ না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে দক্ষিণ রাওঘা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর কর্মচারী জিয়াউল হক গহত ০১/০৩/২০২৩ খ্রী: তারিখ আমতলী সিনিয়র ম্যাজিষ্ট্রেট আদালতে, দক্ষিণ রাওঘা প্রধান শিক্ষক সামসুল আলমের বিরুদ্ধে জিয়াউল হক টাকা ধার নেয়ার অভিযোগ এনে মামলা দায়ের করেন। ওই মামলা মিথ্যা বলে দাবী করেন প্রধান শিক্ষক সামসুল আলম। এলাকায় জিয়াউল হক মাস্তানী করাসহ বিভিন্ন অভিয়োগ রয়েছে তার বিরুদ্ধে। এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বরিবার আমতলী উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। দুপুর তিনটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে শিক্ষকরা মানববন্ধন করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী গোলাম ফারুকের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড, এমএ কাদের মিয়া, শিক্ষক সমিতির সহ-সভাপতি খলিলুর রহমান, মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, গুলিশাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাহাদাত হোসেন সেলিম, সহকারি শিক্ষক মো: খলিলুর রহমান,সাবেক প্রধান শিক্ষক মো: আজাহার উদ্দিন( প্রমুখ)। মামলার বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। পরে তারা উপজেলা নিার্বহী অফিসারের মাধ্যমে বরগুনা জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করেছেন।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, স্বারকলিপি যথাযথ প্রক্রিয়ার বরগুনা জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।

এদিকে মানববন্ধন কর্মসূচি করায় জিয়উল হক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের দেখিয়ে দেয়ার হুমকি দিচ্ছে বলে জানান বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজাহার উদ্দিন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp