বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

আমতলীতে হিরণ গাজী হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ৫

আমতলী (বরগুনা) প্রতিনিধি ::- বরগুনার আমতলীতে হিরণ গাজী হত্যা মামলার প্রধান আসামী চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার নয়ন মৃধাসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। ঘটনার দিন রাতেই নিহত হিরন গাজীর স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে ১৬ জনকে আসামী কওে হত্যা মামলা দায়ের করেছেন। এর পরপরই তাদের গ্রেফতার করা হয়।

জানাগেছে, আগামী ২৮ এপ্রিল আমতলী সদরই উনিয়ন পরিষদ নির্বাচন। বুধবার রাত ১১ টার দিকে আবুল বাশার নয়ন মৃধার সমর্থক ৪০-৪৫ জন পুর্ব মহিষ ডাঙ্গা গ্রামে ভোটারদেও টাকা দিচ্ছিল। এ সময় মোতাহার মৃধার সমর্থক হিরন গাজীসহ ১০-১২ জন টাকা দিতে বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয় নয়ন মৃধার সমর্থকরা। এক পর্যায় আবুলবাশার নয়ন মৃধার সমর্থকদেও সাথে এ নিয়ে হিরন গাজীর সাথে কথাকাটাকাটি হয় এক পর্যয়ে ৬-৭ জন তাকে ছুিরকাঘাত করে। ওই ছুরিকাঘাতে তারশরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তাৎক্ষনিক হিরনের সহযোগী মিলন সরদার, ও দেলোয়ার সরদার সহ ১০/১২ জনে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে আমতলীউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডা: কাঙ্খিতা মন্ডল তৃণা তাকে মৃত্যু ঘোষনা করেন।

এ ঘঁনায় বৃহস্পতিবার রাতে নিহত হিরন গাজীর স্ত্রীর তাসলিমা বেগম বাদীহয়ে চেয়ারম্যানপ্রার্থী আবুলবাশারনয়ন মৃধা কে প্রধান আসামী করে ১৬ জনের নামে আমতলী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই ওইদিন রাতে মামলার প্রধান আসামী আবুলবাশার নয়ন মৃধা, সোহাগ প্যাদা, মাহবুব প্যাদা, মেহেদী হাসান ও গোলাম কিবরিয়াকে পুলিশ গ্রেপ্তারকরে। শুক্রবার পুলিশ তাদেও আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করেছে। আদাল তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন ।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, হিরন হত্যা মামলার প্রধান আসামী চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার নয়ন মৃধাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp