বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

আমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৯ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

আমতলী (বরগুনা) প্রতিনিধি :: বরগুনার আমতলী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২১ জুন। এ নির্বাচনে ছয়টি ইউনিয়নের ৫৫ টি ভোট কেন্দ্রের মধ্যে ২৯ টি ভোট কেন্দ্র অধিক ঝুকিপূর্ণ। এ সকল কেন্দ্রে আইন শৃংখলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্ট প্রার্থীরা। এদিকে সুষ্ঠু ভোট গ্রহন ও আইন শৃখলা রক্ষায় মাঠে কাজ করবে আনসার, পুলিশ, র‌্যাব, বিজিবিসহ ৬ টি টিম।

জানাগেছে, আগামী সোমবার (২১জুন) আমতলী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে প্রচার প্রচারনা শেষ। প্রার্থীরা ভোটারদের শেষ বারের মতো চলছে ভোট ভিক্ষা। ছয়টি ইউনিয়নের সুষ্ঠুভাবে ভোটদানে ৫৫ টি কেন্দ্র নির্ধারণ করেছেন উপজেলা নির্বাচন অফিস। এর মধ্যে ২৯ টি কেন্দ্রে অধিক ঝুঁকিপূর্ণ। এ ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে সুষ্ঠু ভোট গ্রহনে প্রশাসকের সর্বাত্মক সহযোগীতা দাবী করেছেন সংশ্লিষ্ট প্রার্থীরা। অপরদিকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রত্যেক ইউনিয়নে আনসার, পুলিশ, র‌্যাব, বিজিবি ও স্টাইকিং ফোর্সসহ ৬ টি টিম কাজ করবে বলে জানান ওসি শাহ আলম হাওলাদার।

উল্লেখ্য আমতলী উপজেলায় ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৮৩ এবং সাধারণ সদস্য পদে ২২২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

আমতলী উপজেলা নির্বাচন অফিসার মোঃ তারিকুল ইসলাম বলেন, ঝুকিপূর্ণ কেন্দ্র চিহিৃত করেছি। ওই সকল ঝুকিপুর্ণ কেন্দ্রে অধিক পরিমান পুলিশ, র‌্যাব ও বিজিবি থাকবে। তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকল ব্যবস্থা নেয়া হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়ার লক্ষে কাজ করছে আইন শৃখংলা বাহিনী। প্রত্যেক ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আনসার, পুলিশ, র‌্যাব, বিজিবি, স্টাইকিং ফোর্স ও মোবাইলে টিম গঠন করা হয়েছে। তারা মাঠে কাজ করছে।’’

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp