বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

আমার বাবা বেকার হলে আমরা বাঁচবো কি খেয়ে?

নিজস্ব প্রতিবেদক :: আমাদের বাবাদের জীবিকা উচ্ছেদ হলে পেটে লাথি পড়ে আমাদেরও। বরিশাল নগরে ব্যাটারী চালিত রিক্সা চলা সহ আমাদের জীবন বাঁচানোর সাথে সাথে আমাদের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য প্রশাসন বিসিসি নগর পিতার প্রতি আকুল-আকুতি জানিয়ে ব্যাটারী চালিত রিক্সা শ্রমীকদের কোমলমতি শিশু শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়িয়ে কান্না কন্ঠে এই আহবান জানান।

আজ মঙ্গলবার (১৭ই) সেপ্টেম্বর সকাল ১১টায় নগরের সদররোডে স্কুলের ক্লাস বাদ দিয়ে নগরের ব্যাটারী চালিত রিক্সা শ্রমীকদে সন্তানের ব্যানারে মানববন্ধন ও মানবিক আবেদন জানিয়ে পথসভা করেন।

সামসুর আক্তার লামিয়ার সভাপতিত্বে মানববন্ধন ও মানবিক পথসভায় লিখিত বক্তব্য পাঠ করেন নগরের চাঁদমারী উদ্বাস্থ আদর্শ সরকারী প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী রিক্সা শ্রমীক সন্তান হিরা আক্তার মনি।

আরো বক্তব্য রাখেন বরিশাল সদরগালর্স সরকারী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী সিমু আক্তার, একই শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেনীর শিক্ষার্থী হাসনে হেনা মিম ।

সংহতি প্রকাশ করে সমাজতান্ত্রিকদল (বাসদ) জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চত্রবর্তী বলেন, আপনারা জনগনের প্রতিনিধি হয়ে সাধারন খেটে খাওয়া জনগনের কষ্ঠের কথা আজ শুনতে চাননা।

নির্বাচনের পূর্বে এসকল সাধারন মানুষকে রুপ কথার গল্প শুনিয়ে ক্ষমতায় গিয়ে তাদেরকে এখন চিনতে চান না। আজ এসকল শিক্ষার্থীরা বাবার বেকারত্ব জীবনে তাদের শিক্ষা জীবন ঝড়ে গিয়ে অনৈতিক বিপদগামী পথে পা বাড়িয়ে দেয় তাহলে এদের জীবনের দায়ভার কে নেবে?

তাই বরিশাল নগর পিতা ও প্রশাসনের প্রতি এসকল সাধারন ব্যাটারী চালিত রিক্সা শ্রমীকদের প্রতি সামাজিক জীবনে বাঁচিয়ে রাখার জন্য আহবান জানান।

এসময় আরো বক্তব্য রাখেন মোজাম্মেল হক সাগর, হাফিজুর রহমান রাকিব, সাইফুল ইসলাম,রুবেল হোসেন প্রমুখ।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp