বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

আমি যতদিন আছি বরিশালের মানুষের সুখে-দুঃখে পাশে থাকবো : এমপি মিরা

রিয়াজুল রাজু :: বরিশালের উজিরপুর উপজেলায় দেড় হাজার পরিবারকে নিজ অর্থায়নে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্মৃতি পরিষদের মাধ্যমে খাদ্য সহায়তা দিলেন এমপি সৈয়দা রুবিনা আক্তার মিরা (৩২৮)।

মহামারি করোনাভাইরাসে মানুষ যখন দুর্বিষহ জীবনযাপন করছে তখনি মানুষের পাশে দাড়ালেন গরীবের এমপি খ্যাত সৈয়দা রুবিনা আক্তার মিরা। আজ মঙ্গলবার (৭ জুলাই) বরিশাল জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মামুনুর রহমান সোহেল(সোহেল কবিরাজ) এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় দেড় হাজার পরিবার এর মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। বিভিন্ন এলাকার অনন্যদের মধ্যে নিন্মরূপ প্রতিনিধি দ্বারা সাহায্য কার্যক্রম পরিচালিত হয়।

উজিরপুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন বেপারী, গুঠিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মহব্বত মেম্বার, যুবলীগ নেতা শফিকুল ইসলাম বাদল মেম্বার, জসীম জমাদার, বরিশাল জেলা ছাত্রলীগের গন শিক্ষা বিষায়ক সম্পাদক মোঃ কালিমুল্লাহ্, উজিরপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাকিল মাহমুদ আউয়াল, যুগ্ন-সাধারন সম্পাদক তালুকদার মাইনুল ইসলাম, মনি শংকর মল্লিক, সাংগঠনিক সম্পাদক এফ এম সৈকত, সহ-সম্পাদক রফিকুল ইসলাম, শোলক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সুমন আকন,ছাত্রলীগ নেতা সাইমুন, হিরন, নয়ন, নাসিরসহ আরও অনেকে।

এ বিষয়ে এমপি মিরা বলেন, আমি যতদিন আছি বরিশালের মানুষের সুখেও দুঃখে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি সব সময় গরীব মানুষদের জন্য ভেবেছি। সকল সময় অসহায় মানুয়ের পাশে দাড়িয়েছি।

উল্লেখ্য, যেএমপি সৈয়দা রুবিনা মিরার নির্দেশে মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় কর্মহীন প্রায় তিন হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান সহ সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp