বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ইউপি সদস্য হত্যা মামলা : ৫ জনের ফাঁসি

অনলাইন ডেস্ক :: মানিকগঞ্জের ঘিওরে সাবেক ইউপি সদস্য আশরাফ আলী হত্যা মামলায় আপন ভাই-বোনসহ পাঁচ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সাথে মামলার ১৩ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত দায়রা জজ শাহানা হক সিদ্দিকা এই আদেশ দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- ঘিওরের ফুলহারা গ্রামের মো. শহিদের ছেলে মো. মঞ্জুর রহমান, রহিজ উদ্দিনের ছেলে মো. বাবুল মিয়া, গগন খাঁর ছেলে আজিজুল হক এবং গগন খাঁর মেয়ে ফেলি বেগম।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৩ সালে ১৮ জুন জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ফুলহারা গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আশরাফ আলীকে হত্যা করেন। এ ঘটনায় তার ভাই মনছুর আলী বাদী হয়ে ২৫ জনের নামে থানায় মামলা করেন। পুলিশ ১৮ জনের নামে আদালতে অভিযোগ দাখিল করেন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) আদালত মঞ্জুর রহমান, মোয়াজ্জেম হোসেন, বাবুল মিয়া, আজিজুল হক ও ফেলি বেগমকে ফাঁসির আদেশ দেন।

একইসঙ্গে গগন খাঁ, শহীদ দেওয়ান, রাজা মিয়া, বেলায়েত হোসেন, মনোয়ারা বেগম, রাশিদা বেগম, রেহেনা বেগম, মনোয়ারা বেগম-২, রেনু বেগম, সেলিনা বেগম, সায়েদুর রহমান, আরমান আলী ও রেজিয়া বেগমকে বেকসুর খালাস দেন আদালত।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নিরঞ্জন বসাক এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন মো. লুৎফর রহমান।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp