বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

উজিরপুরে অর্থের বিনিময়ে আ.লীগের কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

উজিরপুর প্রতিনিধি :: বরিশালের উজিরপুরের শোলকে আওয়ামীলীগের অর্থের বিনিময়ে প্যাকেজ কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে সহস্রাধিক নেতাকর্মী মিছিল বের করে ধামুরা বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে এক পথসভার মধ্য দিয়ে শেষ করে। এ সময় তারা আবুল হাসানাত আব্দুল্লাহর হস্তক্ষেপ কামনা করেন।

নেতাকর্মীরা অভিযোগ করেন উপজেলার শোলক ইউনিয়ন আওয়ামীলীগের ওয়ার্ড কমিটি গঠনে ইউনিয়ন আওয়ামীলীগের শীর্ষ ২ নেতা ডাঃ হালিম সরদার ও কুদ্দুস ফকিরসহ কয়েকজন নেতার বিরুদ্ধে অর্থ বানিজ্যের মাধ্যমে কমিটি গঠন করার অভিযোগ করেছেন পদবঞ্চিত তৃণমূল নেতাকর্মীরা। তারা আরো জানান, ওয়ার্ডের সভাপতি-সম্পাদকসহ কয়েক গুরুত্বপূর্ণ পদে মোটা অংকের দর কষাকষি শেষে উচ্চ দর দাতাদের কাছে পদ বিক্রি করেছেন। অনেকের টাকা ফেরত দেয়া হচ্ছে বলে জানান।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কাজী আব্দুল জলিল, সহ-সভাপতি মোঃ জামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ১নং সদস্য আনোয়ারুল হক মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সান্টু মোল্লা, যুবলীগের সহ-সভাপতি মিন্টু দাস ও ইউপি সদস্য তানভীর আহমেদ ফারুক, ক্রীড়া সম্পাদক সুমন মোল্লা, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাসান শরীফ, পদ বঞ্চিত সভাপতি প্রার্থী আবুল হোসেন সিকদার, বক্কার সরদার, মান্নান মিয়া, সম্পাদক প্রার্থী সুমন মোল্লা, ২নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী কাজী জাহাঙ্গীর হোসেন, কালাম মোল্লা, সম্পাদক প্রার্থী রিপন মোল্লা, ৩নং ওয়ার্ডের সম্পাদক প্রার্থী আবুল কালাম মল্লিক, ইদ্রিস পাইন, ৪ নং ওয়ার্ড সভাপতি প্রার্থী মন্টু হাওলাদার, সম্পাদক প্রার্থী আঃ জলিল বেপারী, সাজু মীর, ৫ নং ওয়ার্ড সভাপতি প্রার্থী জাকির সরদার, সম্পাদক প্রার্থী মোশারফ সরদার, ৬ নং ওয়ার্ড সভাপতি প্রার্থী রতন কুমার বাড়ৈ, প্রসাদ বাড়ৈ, সম্পাদক প্রার্থী মাখম, লিটন, দেলোয়ার, আলী বেপারী, ৭নং ওয়ার্ড সভাপতি প্রার্থী সোবাহান হাওলাদার, সম্পাদক প্রার্থী ও ইউপি সদস্য আফজাল হোসেন খান, মিন্টু দাস, জয়নাল বেপারী, ৮নং ওয়ার্ড সভাপতি প্রার্থী আইয়ুব আলী হাওলাদার(মুক্তিযোদ্ধা), সম্পাদক প্রার্থী রহিম তালুকদার, মহিউদ্দিন হাং, ৯নং ওয়ার্ড সভাপতি প্রার্থী জালাল খোন্দকার, শামীম আকন, আলমগীর হাওলাদার, সম্পাদক প্রার্থী মোবারক মোল্লা, কালাম হাওলাদার, রফিক সরদার প্রমূখ।

পদবঞ্চিত তৃণমূল নেতাকর্মীরা বলেন, শোলক ইউনিয়নের ৯টি ওয়ার্ডে যে কমিটি গঠন করা হয়েছে তা অর্থবানিজ্যের কমিটি ও প্রশ্নবিদ্ধ। তাই ঐ কমিটি বাতিল করে নতুন ভাবে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে জনপ্রিয় ও যোগ্য নেতৃত্বকে দিয়ে আওয়ামীলীগকে সাজানোর দাবী জানান। কমিটি বাতিল না হলে তারা পরবর্তীতে কঠোর কর্মসূচী ঘোষনা করবেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp