বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

উজিরপুরে ঝরে পড়া শিশুদের নিয়ে ভোসড এর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অবহিতকরণ সভা

উজিরপুর প্রতিনিধি :: উজিরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অধীনে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগীতায় ভলান্টারী অর্গানাইজেশন ফর সোসাল ডেভেলপমেন্ট (ভোসট) এর বাস্তবায়নে আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু।

উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- ভাইস চেয়ারম্যান অপূর্ব বাইন রন্টু, সীমা রানী শীল, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর জেলার উপ-পরিচালক জানে আলম।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন- বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, প্রেসক্লাব সভাপতি আঃ রহিম সরদার, মাধ্যমিক শিক্ষা অফিসার এ.বি.এম জাহিদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান ডা: দেলোয়ার হোসেন, ইউসুফ হোসেন, সরোয়ার হোসেন হাওলাদার, ভোসড এর জোন প্রধান মহাদেব দাস, জেলা ম্যানেজার নিজাম উদ্দিন, প্রোগ্রাম মনিটরিং অফিসার গৌতম দাস, দেলোয়ার হোসেন, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মোঃ মাসুম মিয়া প্রমুখ।

উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয় বহিভর্‚ত(ঝরে পড়া ও ভর্তি না হওয়া) ৮ বছর হইতে ১৪ বছরের শিশুদের প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য ৬৪টি জেলার ৩৪৫টি উপজেলায় এবং সকল সিটি কর্পোরেশনসহ ১৫টি শহরে ভোসড এর বাস্তবায়নে শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, মুক্তিযোদ্ধাদের নিয়ে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp