বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

উজিরপুরে বাল্য বিবাহের হিড়িক

উজিরপুর :: উজিরপুরে প্রশাসনকে ফাঁকি দিয়ে একের পর এক চলছে বাল্য বিবাহ। যেন দেখার কেউ নেই। বাল্য বিবাহ মুক্ত ঘোষণাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতার দাপটে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায়ই দেখা যাচ্ছে ঘটা করে বাল্য বিবাহ পড়ানোর বিষয়টি।

আইনে বাল্য বিবাহের বয়সের নীতিমালা থাকলেও তা উপেক্ষা করে অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের অপ্রাপ্ত বয়সেই ঢাক ঢোল পিটিয়ে সাজসজ্জা করে বিবাহ দিচ্ছেন। এ ছাড়াও বর্তমানে অহরহ বাল্য বিবাহ ভিন্ন পন্থায় হচ্ছে।

অপ্রাপ্ত বয়স্ক কিশোর-কিশোরীদের আদালতে গিয়ে উকিলের মাধ্যমে নামমাত্র নোটারী করে বাল্য বিবাহ পড়ানো হচ্ছে। উল্লে¬খ্য, ১৩ ফেব্রæয়ারি গভীর রাতে উপজেলার শোলক ইউনিয়নের দামুদারকাঠী গ্রামের মৃত নুরুল হক সরদারের মেয়ে ৭ম শ্রেণিতে পড়ুয়া মেধাবী ছাত্রী নিকিমনির বিবাহ হয় ধামুরা ৩নং ওয়ার্ডের আলম বেপারীর ছেলে শাওন বেপারীর (২০) সাথে। বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের বাদল হাওলাদারের ছেলে মশিউর রহমান (১৫) এর সাথে পাশের বাড়ির ৫ম শ্রেণির ছাত্রীর বাল্য বিবাহ হয়।

বিভিন্ন এলাকায় ঘুরে জানা যায়, বাল্য বিবাহে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে তা এলাকার অধিকাংশ মা-বাবার জানা নেই। কতিপয় অভিভাবক জানান, ইভটিজারদের ভয়ে অল্প বয়সে সন্তানদের বিবাহ দেয়া হচ্ছে। এমনকি বিভিন্ন স্কুলে ৭ম/৮ম/৯ম শ্রেণির একাধিক বিবাহিত ছাত্রী ক্লাস করছে। তারা নামেমাত্র লেখাপড়া করছে। বর শাওন বেপারীর মাতা বিলকিস বেগম জানান, মেয়েদের বয়স কম হলে কিছুই যায় আসেনা। আমার পুত্রবধূ নিকিমনি ৭ম শ্রেণিতে পড়াশুনা করে। সে ছোট নয়। তবে এলাকায় জটিলতা দেখে আমরা কাজী ছাড়াই হুজুরের মাধ্যমে সরা পড়িয়েছি। পরে আদালতে উকিল দিয়ে নোটারী বিবাহ পড়ানো হয়েছে। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভয়ে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেননা এলাকার সাধারণরা।

এক প্রবীণ শিক্ষক জানান, বাল্য বিবাহ প্রতিরোধ করতে হলে প্রশাসনের প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি প্রতিটি এলাকায় গণসচেতনামূলক সভার আয়োজন অতিপ্রয়োজন। আরো জানা যায়, বাল্য বিবাহের অধিকাংশ বিয়েই টিকছেনা। কিছুদিনের মধ্যেই সংসারে ফাটল শুরু হয়। মামলা মোকাদ্দমায় জড়িয়ে জীবন তছনছ হয়ে যায়, বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। বাল্য বিবাহের মত এই অভিশাপ ও গø¬ানি ধুয়েমুছে প্রতিটি পরিবারকে সজাগ ও সচেতন করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল।

তারা বাংলাদেশ সরকারের আইনকে শ্রদ্ধা জানিয়ে তা বাস্তবায়নের লক্ষ্যে বাল্য বিবাহ প্রতিরোধে উল্লিখিতদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এলাকার সচেতন মহল, উপজেলা নির্বাহী অফিসার ও উজিরপুর মডেল থানার ওসির সু-দৃষ্টি কামনা করেছে।

উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস জানান, আমরা তথ্য পাইনি, তবে বাল্য বিবাহের তথ্য পেলে দ্রæত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp