বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

উজিরপুরে সবুজ কচি পাতার ফাঁকে কৃষ্ণচুড়ার অপরুপ সৌন্দর্য

উজিরপুর প্রতিনিধি ::: বরিশাল জেলার উজিরপুর উপজেলার জয়শ্রী বন্দরে সবুজ কচি পাতার ফাঁকে কৃষ্ণচুড়ার অপরূপ সৌন্দর্য্য একনজর দেখার জন্য প্রতিদিন ভিড় জমায় ফুলপ্রেমীরা। গ্রীষ্মের তাপদাহে চারদিকে কাঠফাটা রোদ আর মাঝে মাঝে দমকা হাওয়াসহ হঠাৎ বৃষ্টি। প্রকৃতি তার রুক্ষতা ছাপিয়ে নিয়মমতো আপন মহিমায় নিজেকে মেলে ধরেছে সকলের পরিচিত সেই কৃষ্ণচুড়া। পসরা সাজিয়েছে বিভিন্ন রঙয়ের হাজারও ফুলে ফুলে,সবুজ কচি পাতার ফাঁকে আগুন রূপে কৃষ্ণচূড়ার অপরূপ সৌন্দর্য।

খরা রোদে তপ্ত দিনে এমনই নয়ন জুরানো কৃষ্ণচূড়া ফুলে উজিরপুর উপজেলার জয়শ্রী বন্দরসহ বিভিন্ন স্থানে প্রকৃতি যেন, কৃষ্ণচূড়ার ডালি সাজিয়ে রেখেছে। গাছে গাছে ফুটেছে রক্তিম আলো। সূর্যের সবটুকু উত্তাপ কেড়ে নিয়েছে টুকটুকে লাল কৃষ্ণচূড়া। প্রখর রোদে পুড়ে জানান দিচ্ছে তার সৌন্দর্যের বার্তা। প্রকৃতিতে নীল আকাশের ক্যানভাসে জ্বলছে রক্তিম রঙ।

উপজেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট বড় কৃষ্ণচূড়া গাছগুলো আলো ছরায় তার দ্যূতি বিলিয়ে দিচ্ছে। শিক্ষা-প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, বাড়ির উঠান এমনকি বিভিন্ন রাস্তার পাশের গাছগুলো নজর কাড়ছে সে দৃশ্যে। সবুজ সবুজ চিকন পাতা। ফাঁকে ফাঁকে লাল লাল কৃষ্ণচূড়া ফুল। তার ফাঁকে ডালে ডালে পাখিদের কলকাকলী উড়াউড়ি। হালকা বাতাসে যখন ডালগুলো দোল খায় তখন মনে দোলা দিয়ে যায়। লাল, কমলা, হলুদ ফুল এবং উজ্জ্বল সবুজ পাতা আকর্ষণ করে সকল মানুষকে। কৃষ্ণচূড়ার ঝরে পড়া পাপড়িতে সবুজ ঘাসের উপর সৃষ্টি করেছে যেন রক্তলাল পুষ্পশয্যা, দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। রক্তিম আভা নিয়ে জেগে থাকা কৃষ্ণচূড়া দৃষ্টি কাড়ছে ফুলপ্রেমীদের।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp