বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

এইচএসসি পরীক্ষার শেষ দিনে অনুপস্থিত ১১ হাজার

অনলাইন ডেস্ক :: এ বছরের এইচএসসি পরীক্ষার ১৮তম তথা শেষ দিনে দেশের নয়টি শিক্ষা বোর্ডে প্রায় ১১ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এদিন কোনো পরীক্ষার্থী বহিষ্কার হয়নি।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, এদিন সকালের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১০ হাজার ৯৮১ জন পরীক্ষার্থী। তবে বিকেলের পরীক্ষায় কোনো শিক্ষার্থী অনুপস্থিত ছিল না।

সকালে সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র ও সমাজকর্ম দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা শিক্ষাবোর্ডে ২ হাজার ৬৬২ জন, চট্টগ্রাম বোর্ডে ৩৭৯ জন, রাজশাহী বোর্ডে এক হাজার ৬৫৪ জন, বরিশাল বোর্ডে ৯২৫ জন, সিলেট বোর্ডে ৭১১ জন, দিনাজপুর বোর্ডে ১০৯৫ জন, কুমিল্লা বোর্ডে এক হাজার ১৪৯ জন, ময়মনসিংহ বোর্ডে ৭৩৬ জন এবং যশোর শিক্ষাবোর্ডে এক হাজার ৬৭০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

বিকেলে হয় ক্রীড়া দ্বিতীয়পত্র পরীক্ষা। এতে কোনো পরীক্ষার্থী অনুপস্থিত ছিল না।

সাধারণত প্রতি বছরের এপ্রিল মাসে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। তবে করোনা মহামারির কারণে এ বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে এ পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয় সরকার।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp