বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

এইচএসসি পরীক্ষার ১৬তম দিনে অনুপস্থিত ১১ হাজারের বেশি

অনলাইন ডেস্ক :: এইচএসসি পরীক্ষার ১৬তম দিনেও দেশের ৯টি শিক্ষা বোর্ডে ১১ হাজারের বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এর আগে সোমবারের (২৭ ডিসেম্বর) পরীক্ষায়ও প্রায় একই সংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষ থেকে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় জানায়, সকালে সমাজবিজ্ঞান প্রথমপত্রের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১১ হাজার ৩৭ জন। বিকেলে সমাজকর্ম প্রথমপত্র ও ক্রীড়া প্রথমপত্রের পরীক্ষায় কেউ অনুপস্থিত ছিলেন না।

অনুপস্থিত থাকা ১১ হাজার ৩৭ জনের মধ্যে ঢাকা শিক্ষাবোর্ডে দুই হাজার ৬৪৫ জন, চট্টগ্রাম বোর্ডে ৩৭৩ জন, রাজশাহী বোর্ডে এক হাজার ৬৫০ জন, বরিশাল বোর্ডে ৯১৯ জন, সিলেট বোর্ডে ৭১০ জন, দিনাজপুর বোর্ডে এক হাজার ১১২ জন, কুমিল্লা বোর্ডে এক হাজার ২০৯ জন, ময়মনসিংহ বোর্ডে ৭৩৪ জন এবং যশোর বোর্ডে এক হাজার ৬৮৫ জন।

সাধারণত প্রতি বছরের এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও এ বছর করোনা মহামারির কারণে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নেওয়ার ঘোষণা দেয় সরকার।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp