বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

এবার কোকাকোলা সরালেন ইতালির তারকা ফুটবলার ম্যানুয়েল লুকাতেল্লি (ভিডিও)

অনলাইন ডেস্ক :: ইউরো কাপের স্পন্সর অংশীদার হয়ে যেন বিপদেই পড়েছে ‘কোকাকোলা’। পণ্যের প্রচারের বদলে উল্টো ক্ষতির মুখে পড়ছে তারা। ক্রিশ্চিয়ানো রোনালদোর এক কাণ্ডে ইতিমধ্যেই ৪ বিলিয়ন ডলার বা প্রায় ৩৪ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে কোমল পানীয় প্রতিষ্ঠানটির।

এবার রোনালদোর দেখানো পথে হেঁটে নতুন করে কোকাকোলাকে বিপদে ফেললেন ইতালির তারকা ফুটবলার ম্যানুয়েল লুকাতেল্লি। বুধবার রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে ম্যাচসেরা হিসেবে উপস্থিত হয়ে রোনালদোর মতোই কাজ করেছেন তিনি।

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৩-০ গোলের জয় নিয়ে নকআউটপর্বে নাম লিখিয়েছে ইতালি। ম্যাচে জোড়া গোল করে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন লুকাতেল্লি।

স্বাভাবিকভাবেই ম্যাচের পর সংবাদ সম্মেলনে সেরা পারফরমার হিসেবে উপস্থিত ছিলেন এই মিডফিল্ডার। সংবাদ সম্মেলনের চেয়ারে বসার আগে সামনে থাকা কোকাকোলার দুটি বোতল চোখে পড়তেই সরিয়ে নেন তিনি, তার বদলে সামনে এনে রাখেন পানির বোতল।

হাঙ্গেরির বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগে পর্তুগাল অধিনায়ক রোনালদো সংবাদ সম্মেলনে এসে ঠিক এভাবেই কোকাকোলার বোতল সরিয়ে দিয়েছিলেন। কোমল পানীয় নয়, সবাইকে পানি খাওয়ার পরামর্শ দেন পাঁচবারের বর্ষসেরা ফুটবল তারকা।

রোনালদোর ওই এক কথায় কোকাকোলার বাজারে নেমেছে ধস। এরই মধ্যে প্রায় চারশ কোটি ডলার তথা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার কোটি টাকা (৩৩ হাজার ৯১৫ কোটি টাকা) খুইয়েছে কোকাকোলা কোম্পানি। তাদের শেয়ারবাজারের দরে নেমেছে এই বিশাল ধস।

শুধু রোনালদো আর লুকাতেল্লি নন, সংবাদ সম্মেলনে স্পন্সর প্রতিষ্ঠানকে বিপদে ফেলে আলোচনায় এসেছেন ফ্রান্সের তারকা মিডফিল্ডার পল পগবাও। তিনি সামনে থাকা ‘হেইনেকেন’ ব্র্যান্ডের বিয়ারের বোতল সরিয়ে নেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp