বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ওসি মিজানুর রহমানের তৎপরতা : শূণ্যের কোটায় বাবুগঞ্জের মাদক, কিশোর অপরাধ

     

বাবুগঞ্জ প্রতিনিধি :: বরিশালের বাবুগঞ্জ থানা এলাকায় মাদক,কিশোর অপরাধ শূণ্যের কোটায় নেমেছে কিশোর অপরাধ। গত ২০১৯ সালের ২ সেপ্টম্বর তারিখ ওসি মিজানুর রহমান বাবুগঞ্জ থানায় যোগদানের পর থেকেই পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়ায় নিরলস ভাবে কাজ করছেন।

কিশোরদেরকে পড়ার টেবিলে রাখতে সন্ধ্যার পরে থানা এলাকার বিভিন্ন স্পটে উঠতি বয়সী কিশোর সংঘবদ্ধ হয়ে আড্ডারত অবস্থা মাদক সেবন করা ছিলো নিত্যনৈমেত্তিক ঘটনা! প্রায়ই বাবুগঞ্জ থানা পুলিশ এমন সব কিশোর মাদক সেবীদের আটক করে পরিবারের জিম্মায় ছেড়ে দিতেন। এসময় সব ঘটনার অবসান ঘটিয়ে উপজেলার বাবুগঞ্জ থানা এলাকায় কিশোর অপরাধ, মাদক, চুরি নিয়ন্ত্রন করেছেন। ওসি মিজানুর রহমান মহতি উদ্যোগে বাবুগঞ্জ থানায় যোগদানের ৬মাসের মধ্যে আইনশৃংখলাসহ মাদক নিয়ন্ত্রন করেছেন।

এছাড়া তিনি কেদারপুর ইউনিয়নে দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত ঘটনায় ৬টি মামলা ২০বছর ধরে চলমান থাকার নিরস করেছেন ওসি মিজানুর রহমান। তারই ধারাবাহিকতা ধরে রাখার দাবী তুলেছেন শুসীল সমাজ। ওসি মিজানুর রহমানের নেতৃত্বে বাবুগঞ্জের বিভিন্ন স্কুল, কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষকদের নিয়ে সন্ত্রাস নাকশকতা ও জঙ্গীবাদের বিরুদ্ধে সচেতনতামূলক সভা করে আইনশৃঙ্খলা পরিস্থিরি উন্নতি ঘটিয়ে বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে সচল রাখার চেষ্টা করছেন।

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃধাঃ মুহাম্মদ আক্তার উজ জামান মিলন বলেন, ওসি মিজানুর রহমানের যোগদানের পর বাবুগঞ্জ থানা এলাকার আইন শৃংঙ্খলার উন্নতি হয়েছে। স্কুল, কলেজের সামনে বখাটের আনা গোনা বন্ধ হয়েছে। ওসি মিজানুর রহমান বলেন, নিজের দায়িত্ব পালন করতে এসেছি, জনগনের প্রকৃত আইনি সেবা প্রদানে বদ্ধ পরিকর। তিনি বলেন পুলিশের পাশাপাশি বাবুগঞ্জ থানার অপরাধ কমিয়ে আইনশৃংখলা পরিস্থিতির কৃতিত্বের অংশীদার জনগণ।

তিনি আরও বলেন, বাবুগঞ্জ থানাকে অপরাধমুক্ত একটি আদর্শ মডেল থানা হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেছি। এ ধারা অব্যাহত থাকবে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp