বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

করোনাভাইরাস প্রতিরোধে বিসিসির ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মান্নার নানা উদ্যোগ

স্টাফ রিপোর্টার :: দেশব্যাপী করোনাভাইরাস প্রতিরোধে সরকার নানামুখী কর্মকা-ের মাধ্যমে দেশবাসীকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের এমন নির্দেশনা মেনে জনসাধারণকে নিজ নিজ বাড়িতে অবস্থান করার বিষয়ে পরামর্শ দিচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সাঈদ আহম্মেদ মান্না।

বৃহস্পতিবার রাতেই নিজ ওয়ার্ডের বিভিন্ন স্থানে ঘুরে চায়ের দোকান ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সতর্ক করেন যেন কোন ধরনের অহেতুক আড্ডা না হয় দোকানগুলোতে। পাশাপাশি জনসাধারণকে সরকারের নির্দেশ মানার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

অপরদিকে শুক্রবার সকাল থেকে ২১ নম্বর ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে জীবাণুনাশক স্প্রে দেন তিনি নিজেই। এসময় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং ও এলাকায় বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের সতর্ক করছেন তিনি। এসময় শেখ সাঈদ আহম্মেদ মান্না সর্বস্তরের জনগণকে সরকারের নির্দেশ মেনে নিজ নিজ ঘরে অবস্থান করার অনুরোধ জানান এবং অহেতুক বাহিরে ঘোরাঘুরি না করার জন্য অনুরোধ জানান।

তিনি বলেন, করোনা নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই, সকলে মিলে সচেতন হলেই করোনার প্রাদুর্ভাব রোধ করা সম্ভব।

বরিশাল সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে জীবাণুনাশক স্প্রে দেয়ার দৃশ্য- ছবি সংগৃহীত
শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp