বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

করোনায় মৃত্যু নেই বরিশাল সহ পাঁচ বিভাগে

অনলাইন ডেস্ক :: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের সবাই পুরুষ ও সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯১২ জনে।

একদিনে দেশের আট বিভাগের মধ্যে শুধু তিন বিভাগ—ঢাকায় দুইজন, চট্টগ্রামে দুইজন ও খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এসময়ে বাকি পাঁচ বিভাগ—রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে কোনো রোগীর মৃত্যু হয়নি।

শুক্রবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ-নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

দেশে গত বছরের ১৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়। করোনায় আজ পর্যন্ত মারা যাওয়া ২৭ হাজার ৯১২ জনের বিভাগওয়ারি পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২ হাজার ১৭৩ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে কম মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে, ৮৪৪ জনের।

এছাড়া চট্টগ্রামে পাঁচ হাজার ৬৬৮ জন, রাজশাহীতে দুই হাজার ৪৬ জন, খুলনায় তিন হাজার ৬০৩ জন, বরিশালে ৯৪৬ জন, সিলেটে এক হাজার ২৬৭ জন ও রংপুর বিভাগে এক হাজার ৩৬৫ জন মারা গেছেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp