বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

করোনায় আক্রান্ত একই পরিবারের দুজন, লকডাউনে ২৫ পরিবার

অনলাইন ডেস্ক :: রাজধানীর মিরপুরে এক পরিবারের দুজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) আক্রান্ত দুজনকে আজ সকালে বাসা থেকে নিয়ে গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকার দুটি বহুতল ভবন ও একটি টিনশেড বাড়ি লকডাউন করে দিয়েছে মিরপুর থানা পুলিশ। তিনটি বাড়িতে অন্তত ২৫ পরিবার রয়েছে বলে জানা গেছে।

মিরপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান রোববার দুপুরে যুগান্তরকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনাক্ত হওয়া দুজন মিরপুর-১ নম্বর ওভারব্রিজের পাশে তানিম গলিতে বসবাস করতেন।

ওসি বলেন, ওই দুজন গত দুদিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। আইইডিসিআরের পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে। পরে আজ সকালে তাদের বাসা থেকে নিয়ে যায় আইইডিসিআর।

এর পর দুটি বহুতল ভবন ও একটি টিনশেড বাড়ি লকডাউন করা হয়েছে। সেখানে প্রায় ২৫ পরিবারের বসবাস বলে জানিয়েছে পুলিশ। বাড়িগুলোর সামনে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানান, এলাকায় মাইকিং করে জনসাধারণকে সতর্ক করা হয়েছে। ওই সব বাড়িতে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। তবে বিশেষ প্রয়োজনে প্রতি পরিবার থেকে একজন বিশেষ পোশাক পরে বাইরে যেতে পারছেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp