বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

করোনা নিয়ে গুজব ছড়ানোয় যুবদল নেতা (চিকিৎসক) আটক

অনলাইন ডেস্ক :: করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে ইফতেখার আদনান নামের এক চিকিৎসককে গ্রেফতার করেছে চট্রগ্রাম মহানগর পাঁচলাইশ পুলিশ। সিএমপির উপপুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক শনিবার সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, ডাক্তার আদনান চট্টগ্রাম মহানগর যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। তিনি নগরীর ও.আর নিজাম রোডে বেসরকারী ক্লিনিক মেডিক্যাল সেন্টারে কর্মরত।

পুলিশ জানায়, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮ থেকে ১৯ জনের মৃত্যু হয়েছে বলে একটি অডিও বার্তা ফেসবুক ব্যবহারকারীদের ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেন গত কয়েকদিন আগে। বিষয়টি ভাইরাল হওয়ার পর জনমনে ব্যাপক প্রভাব ফেলে। মানুষ আতঙ্কিত হয়ে উঠে। অথচ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এ ধরনের রোগী মৃত্যুর কোন ঘটনা নেই। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্তে নামে। টানা দুদিন তদন্তের মাধ্যমে বিষয়টি শনাক্ত হয় এবং তাকে পুলিশী হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করার পর নিশ্চিত করা হয় অডিও বার্তাটি ছিল মিথ্যা এবং বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে ডাক্তার আদনান এ ঘটনা ঘটিয়েছেন।

তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে চট্রগ্রাম মহানগর পুলিশ জানায়।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp