বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

করোনা মেকাবিলায় বাংলাদেশের অবস্থান ২০তম : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এম,নোমান চৌধুরী, চরফ্যাশন প্রতিনিধি :: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি বলেছেন, আমি চরফ্যাশনের উন্নয়ন দেখে অভিভূত হয়েছি। করোনা মেকাবিলায় বাংলাদেশের অবস্থান ২০তম। আমাদের নেত্রী শেখ হাসিনা করোনা মেকাবিলা করতে সক্ষম হয়েছেন।

ভোলার চরফ্যাশনে মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন,৷

সোমবার (২৫ জানুয়ারি) বিকাল ৩ টায় আধুনিক চরফ্যাশনের রূপকার ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর পৃষ্ঠপোষকতায় চরফ্যাশন ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত সরকারি টিবি স্কুল মাঠে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

অনুষ্ঠানের পূর্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি পররাষ্ট্র প্রতিমন্ত্রী কে নিয়ে চরফ্যাশন সরকারি কলেজ প্রাঙ্গণে তার বাবার কবর জিয়ারত ও জ্যাকব টাওয়ার, খাসমহল জামে মসজিদ, ফ্যাশন স্কয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক পরিদর্শন করেন৷ এছাড়াও আকাশ পথে কুকরি মুকরি, বেতুয়া প্রশান্তি পার্ক, শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য একাডেমিক ভবনসহ চরফ্যাশন উপজেলার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন পর্যবেক্ষণ করেন৷

এসময় বাংলাদেশ আওয়ামীলীগ চরফ্যাশন উপজেলা শাখা, পৌর আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ওলামালীগ, উপজেলা জমিয়াতুল মোদার্রেছীন খন্ড খন্ড মিছিলে মুখরিত ছিলো চরফ্যাশনের পুরো শহর৷

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি বলেন, চরফ্যাশন উপজেলার বিভিন্ন অবকাঠামো উন্নয়নের চিত্র দেখে আমি আনন্দিত, অভিভূত। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই চরফ্যাশন।

অনুষ্ঠান শেষে ট্রনামেন্ট বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp