বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

করোনা সচেতনতায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের মহড়া

নিজস্ব প্রতিবেদক ::বরিশাল নগরীর বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে ও সাধারণ মানুষকে ঘরে রাখতে সচেতনতামূলক মহড়া দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদস্যরা।

এসময় সাধারণ মানুষকে ঘরে থাকতে আহবান করা হচ্ছে। ঘরে থাকুন করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমান, নিজে বাচুন অন্যকে বাঁচতে সাহায্য করুন, বিদেশ থেকে এলে হোম কোয়ারান্টাইনে থাকুন ইত্যাদি সচেতনতামূলক কথা বলা হয়। একই সাথে নিত্য পণ্যের বাজার দর নিয়ন্ত্রণ ও সরকারের নির্দেশ অমান্য করে ব্যবসা পরিচালনা বন্ধে কাজ করছে তারা।

মেঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের নির্দেশে নগরীর বিভিন্ন অলিগলিতে জনসাধারণকে ঘরে অবস্থান করার অনুরোধ সহ করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে করণীয় বর্জনীয় পরামর্শ নিয়ে উত্তর ও দক্ষিণ বিভাগের সকল কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানার অফিসারবৃন্দ’র সক্রিয় অংশগ্রহণে নিয়মিত মহড়া দিচ্ছেন পুলিশ।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp