বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

কল্লাকাটা’র পর এবার বিদ্যুৎ নিয়ে গুজব!

অনলাইন ডেস্ক : দেশব্যাপী ‘ছেলেধরা’ গুজবের মধ্যে ‘বিদ্যুৎ থাকবে না’ বলে একটি মহল অসৎ উদ্দেশ্যে রটনা ছড়াচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামী কয়েকদিন বিদ্যুৎ থাকবে না গুজব ছড়ানোর মধ্যেই বিদ্যুৎ বিভাগ বুধবার (২৪ জুলাই) বিষয়টি পরিষ্কার করে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

বিদ্যুৎ বিভাগ এই মর্মে জানাচ্ছে যে, কোনো একটি মহল অসৎ উদ্দেশ্যে রটাচ্ছে দেশে বিদ্যুৎ থাকবে না। এটা পুরোপুরি গুজব এবং সম্পূর্ণ ভিত্তিহীন।

‘চাহিদার বিপরীতে মঙ্গলবার (২৩ জুলাই) পিক আওয়ারে গ্রস বিদ্যুৎ উৎপাদন ছিল ১১ হাজার ৬৪০ মেগাওয়াট। কোথাও লোডশেডিং ছিল না। আজ বা আগামীকাল বা অন্যান্য দিনও চাহিদানুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা হবে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২২ হাজার ৫১ মেগাওয়াট’।

বিদ্যুৎ বিভাগের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে, দেশে বন্যা সত্ত্বেও তেমনভাবে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে না । আগামীতেও বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হবে না। বিদ্যুৎ বিভাগ গুজব রটনাকারীদের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp