বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

‘কল্লাকাটা’ সন্দেহে পাগল বৃদ্ধাকে গণপিটুনি, বাঁচাতে গিয়ে পুলিশ আহত

অনলাইন ডেস্ক : লালমনিরহাটে ‘কল্লাকাটা’ সন্দেহে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা (৬০) স্থানীয়দের গণপিটুনির শিকার হয়েছেন। আহত সেই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন জিল্লুর রহমান নামে এক এসআই। শনিবার রাতে জেলা শহরের কলাবাগান কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, মানসিক ভারসাম্যহীন (পাগল) এক বৃদ্ধা শহরের কলাবাগান কলোনি এলাকায় পরিত্যাক্ত রেললাইনে বসেছিলেন। এ সময় স্থানীয়রা ছেলেধরা সন্দেহে তাকে গণপিটুনি দিতে শুরু করে। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ওই বৃদ্ধাকে উদ্ধার করতে গেলে স্থানীয়দের ছুড়ে মারা পাথরের আঘাতে আহত হন উপ পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান।

পরে ওই বৃদ্ধাকে আহত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নারীর পরিচয় পাওয়া না গেলেও অনেকেই তাকে দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন গলিতে দেখেছেন বলে জানান।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, অপরিচিত কাউকে কোনো প্রকার সন্দেহ হলে আইন হাতে তুলে না নিয়ে নিকটস্থ পুলিশকে খবর দিন। সন্দেহ হলেই কেউ অপরাধী নয়। মাথা কাটা বা ছেলেধরা এটা একটি গুজব মাত্র। গুজবে কান না দিতে সবার প্রতি আহবান জানান তিনি।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp