বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

কাউখালীতে টর্নেডোতে শতাধিক ঘরবাড়ী বিধ্বস্ত, গাছ পালা উপড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি

কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে টর্নেডোর ছোবলে শতাধিক ঘরবাড়ী বিধ্বস্তসহ বিপুল সংখ্যক গাছ পালা উপড়ে পড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।

বুধবার রাতে হঠাৎ টর্নেডোর ছোবলে উপজেলা সর্বত্রই ব্যাপক ক্ষতি সাধিত হলেও সয়না, কেউন্দিয়া, আমড়াজুড়ি, দাসেরকাঠি ও দক্ষিন বাজার এলাকা লন্ড ভন্ড হয়ে গেছে। বিদ্যুতে খুটি উপড়ে পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। এরিপোর্ট লেখার কিছুক্ষন আগে (বেলা ৩-৪০ মিনিটে) উপজেলা সদরে বিদ্যুৎ সংযোগ স্থাপিত হলেও গোটা উপজেলাই বিচ্ছিন্ন রয়েছে। কয়েকটি গরু আহত হয়েছে। ক্ষয় ক্ষতির পরিমান এখনো নিরুপন করা সম্ভব হয়নি। বুধবার দিন ভর থেমে থেমে বৃষ্টি হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ টর্নেডো আঘাত হানে কাউখালীসহ পিরোজপুর জেলার সর্বত্রই। সব চেয়ে বেশি আঘাত হানে কাউখালী উপজেলার সদর ইউনিয়নের কেউন্দিয়া,আমড়াজুড়ি, দাসেরকাঠি এলাকায় ওই এলাকার বেশির ভাগ গাছপালা পড়ে গেছে বিধ্বস্ত হয়ে শতাধিক ঘরবাড়ী।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা জানান এখনো ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা সম্ভব হয়নি। সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা নিরুপনের কাজ করছেন। বিদ্যুতের যে পরিমান ক্ষতি হয়েছে তাতে মেরামত করতে কত সময় লাগবে তা এখনো বলা যাচ্ছে না।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp