বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

কাউখালীতে মুজিববর্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালীতে মুজিববর্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে পন্ডিত কামিনী কুমার পাঠাগারের আয়োজনে বাংলাদেশ শিক্ষক সমিতির হলরুমে পন্ডিত কামিনী কুমার পাঠাগারের সভাপতি শঙ্কর কুমার হালদারের সভাপতিত্বে ও পন্ডিত কামিনী কুমার পাঠাগারের সাধারণ সম্পাদক আশুতোষ মিস্ত্রীর পৃষ্ঠপোষকতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অবসর প্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার ঘোষ, অবসর প্রাপ্ত সহকারী অধ্যাপক হরলাল সিকদার, বঙ্গবন্ধু পরিষদ কাউখালী উপজেলার সম্পাদক সেলিম মুজাহিদ, নিলতী সম্মিলীত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র বড়াল, হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরন চন্দ্র হালদার, কাউখালী মহিলা কলেজের সহকারী অধ্যাপক পরিতোষ মন্ডল, কাঠালিয়া কারিগরি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আঃ রহমান বিশ্বাস, কাঠালিয়া কারিগরি স্কুল এন্ড কলেজের কম্পিউটার ডেমোঃ শ্যামল চন্দ্র হালদার, কবি রুহুল আমিন তালুকদার প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন কাঠালিয়া কারিগরি স্কুল এন্ড কলেজের প্রভাষক সন্তোষ কুমার এদবর ও কাউখালী মহিলা কলেজের প্রভাষক শিউলী রানী।

পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। রচনা প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুই গ্রুপে ৪০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দুই গ্রুপ থেকে ৭জন বিজয়ী হন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp