বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

কুপিয়ে জখমের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহিষ্কার

বরিশাল ক্রাইম নিউজ ডেস্ক :: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সাজ্জাত হোসেন ডালিমকে কুপিয়ে জখম করার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী (শিক্ষাবর্ষ ২০১৭-১৮) প্রঞ্জল রায় প্রান্তকে সাময়িক বহিষ্কার করেছে।

বৃহষ্পতিবার (২৩ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস বলেন, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক আরিফ হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। উপাচার্যর নির্দেশে আজ এ কমিটি গঠন করা হয়েছে।

যে কমিটিকে ৫ দিনের মধ্যে ঘটনার তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। এর পাশাপাশি প্রান্তকেও সাময়িক বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য গত মঙ্গলবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে পূর্ব শত্রুতার জ্বের ধরে সাজ্জাত হোসেন ডালিমকে পেপসির বোতল ভেঙ্গে তা দিয়ে কুপিয়ে জখম করা হয়।

যে ঘটনার প্রাথমিক তথ্য, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিবর্গ এবং প্রতক্ষদর্শীদের দেয়া বিবরণ অনুযায়ী প্রঞ্জল রায় প্রান্ত সরাসরি জরিত ছিলো বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত হয়। অপরদিকে এই ঘটনায় আহত ছাত্রের খালু মাহমুদুর রহমান বাদি হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp