বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

কৃষকরা যেন ধানের ন্যায্যমূল্য পান সেদিকে খেয়াল রাখতে হবে- বরিশালে খাদ্যমন্ত্রী


স্টাফ রিপোর্টার :: ধান বিক্রি করতে এসে কৃষকরা কোন রকম হয়রানির শিকার হলে খাদ্য গুদাম রক্ষক বা এর সাথে জড়িতদের কোন রকম ছাড় দেয়া হবে না।

বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকরা যাতে ধানের ন্যায্যমূল্য পান সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি ধান বিক্রিতে গুদাম শ্রমিকদের বাড়তি মজুরি আদায়ের বিষয়ে লক্ষ্য রাখতে বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে আমন ধান সংগ্রহ কার্যক্রম ২০১৯-২০ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন খাদ্যমন্ত্রী।

বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।


মন্ত্রী বলেন, গুদামে চাল দেয়ার বেলায় মিল মালিকরা সরকারি প্রকল্প কাবিখার চাল কিনে বা নিম্ন মানের চাল যেন সরবরাহ করতে না পারেন। সে বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তাদের সজাগ থাকতে হবে।

চাল রপ্তানির লক্ষ্যে সারা দেশে পাঁচ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন দুই শতাধিক সাইলো নির্মাণের পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। তাই এই দপ্তরের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের আগের অনিয়মের কথা ভুলে গিয়ে আন্তরিক ভাবে কাজ করার আহ্বান জানান খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

এসময় মন্ত্রী ধান ক্রয়ের বেলায় প্রকৃত কৃষকদের তালিকা ফের যাচাই বাছাইয়ের নির্দেশ দেন।

মতবিনিময় সভায় কৃষক, ব্যবসায়ী, মিল মালিক, খাদ্য ও কৃষি বিভাগের কর্মকর্তাসহ জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp