বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হলেন বাবুগঞ্জের সন্তান সোহেল রানা

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের কৃতি সন্তান, বীর-মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান শিক্ষক উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য আঃ বারেক হাওলাদা’র পুত্র সরকারী বরিশাল হাতেম আলী কলেজের মেধাবী শিক্ষার্থী সোহেল রানা বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

গত ১৩ মে সোমবার মাননীয় প্রধানমন্ত্রী ৩০১ সদস্য বিশিষ্ট ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেন। বাবুগঞ্জের এই কৃতি সন্তান ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে পরেন।

২০০৪-২০০৭ সাল পর্যন্ত বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন’র ২ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হওয়ার মাধ্যমে ছাত্রলীগের রাজনীতিতে হাতে খড়ি। ছাত্রজীবনে বরিশাল সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের সহ-সম্পাদক ও ২০১৭ সালের সম্মেলনে ছাত্রলীগের ঢাকা (উত্তর) সভাপতি প্রার্থী হিসেবে ছিলেন। বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সোহেল রানা বর্তামানে সরকারী সৈয়দ হাতেম আলী কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সম্মান শেষ বর্ষে অধ্যায়নরত রয়েছেন।

প্রসঙ্গত, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ প্রার্থীদের বিভিন্ন সংস্থা দিয়ে দীর্ঘদিন যাচাই-বাছাইয়ের পর ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কমিটি অনুমোদন দেন। এ কমিটিতে ৬১ জন ত্যাগী ছাত্রলীগের কর্মীকে ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত করা হয়।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp