বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ক্যাবল মেরামতের জন্য ৫ দিন ইন্টারনেটের ধীরগতি থাকতে পারে

অনলাইন ডেস্ক ::: দেশে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ দিন ইন্টারনেটের গতি কিছুটা কম হতে পারে। সাবমেরিন ক্যাবলের জরুরি মেরামত কাজের জন্য এ সমস্যা হতে পারে বলে জানিয়েছে সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।

মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে শুরু করে শনিবার (৩১ অক্টোবর) পর্যন্ত এ মেরামতের কাজ চলবে।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক জানান, দেশের কোনো কোনো ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ভারতের চেন্নাই হয়ে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত হয়। সেখানে একটি সাবমেরিন কেবল আছে। সেটিই মেরামত করা হচ্ছে। দেশের যেসব আইআইজি ওই কেবলটি ব্যবহার করে, তারা কিছুটা ধীরগতির মুখে পড়তে পারে। তবে বাকিদের সমস্যা হবে না।

তিনি জানান, বাংলাদেশ প্রথম সাবমেরিন কেবল ‘সি-মি-উই-৪’এ যুক্ত হয় ২০০৫ সালে। এই সাবমেরিন কেবলের মাধ্যমে বিভিন্ন পথে বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে যুক্ত। ওই সাবমেরিন ক্যাবলটি অনেক সময় মেরামতের প্রয়োজন পড়ে। ফলে কেউ কেউ কিছুটা ধীরগতির মুখে পড়তে পারেন। তবে ইন্টারনেট সুবিধা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ অংশে কোনো মেরামতের কাজ হচ্ছে না।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp